
ফরিদপুরে বালু বোঝাই ট্রাকের তলে পরে ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন আলবি আহমেদ।(২৪) নামক এক ব্যক্তি।
আজ শনিবার ৯টার দিকে ফরিদপুর শহরের সাব রেজিস্ট্রি অফিসের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। জানা যায় নিহত আলবি আহমেদ মোটরসাইকেল করে সাব শহরের সাব রেজিস্ট্রি অফিসের সামনে আসলে তার মোটরসাইকেল বালু বোঝাই ট্রাকের নিচে চলে যায়। ফলে ঘটনাস্থানে তিনি মৃত্যুবরণ করেন।
তবে উক্ত ঘটক ট্রাকটিকে আটক করা যায়নি। পুলিশ ঘটনার স্থল পরিদর্শন করেন ।
নিহত আলভী আহমেদ পাঠাও কুরিয়ার সার্ভিসে কর্মরত ছিলেন । তার দেশের বাড়ি পাবনাতে এবং এখানে তিনি ভাসান চড়ে তার শ্বশুরবাড়িতে থাকতেন।