
রাজধানীর বেইলি রোডের একটি রেস্টুরেন্টে আগুনের ধূয়ায় নিহত মা-মেয়ের মৃতদেহের দাহ সম্পন্ন করা হয়েছে ।শনিবার (২ মার্চ) বিকালে মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের বানেশ্বরপুর গ্রামে তাদের মৃতদেহের সৎকার করা হয় ।এ সময় শোকে কাতর ছিল পুরো এলাকাবাসী ।
এর আগে দেশে ফিরে শনিবার (২ মার্চ) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হিম ঘর থেকে স্ত্রী ও মেয়ের মরদেহ গ্রহণ করেন উত্তম কুমার রায় ।
উল্লেখ্য ,বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯ টা ৫০ মিনিটে রাজধানীর বেইলি রোডের একটি বহুতল ভবনে আগুন লাগে । এ সময় ওই ভবনের খাচ্ছি ভাই রেস্টুরেন্টে মা ও মেয়ে রাতের খাবার খাইতে গিয়েছিলেন । তখন আগুনের ধোয়ায় মা-মেয়ে শ্বাসরুদ্ধ হয়ে মারা যান ।
নিহত রুবি রায় (৪০) ও তার মেয়ে প্রিয়াঙ্কা রায় (১৭) মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের বানেশ্বরপুর গ্রামের পোল্যান্ড প্রবাসি প্রকৌশলী উত্তম কুমার রায়ের স্ত্রী ও মেয়ে । তারা মালিবাগে বসবাস করতেন এবং উত্তম রায় পোল্যান্ডে হুন্দাই কোম্পানীতে চাকরি করেন । স্ত্রী ও মেয়ের মৃত্যুর খবর পেয়ে দেশে চলে আসেন ।