
রাজধানীতে আওয়ামী লীগ ও বিএনপি বড় দুই দলই তাদের কর্মসূচি পালনের অনুমতি পেতে যাচ্ছে। তবে বৃহস্পতিবার রাত পর্যন্ত লিখিতভাবে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। যদি বড় দল দুটো আশ্বস্ত করে কোনো ধরণের নাশকতা করবে না তাহলে শুক্রবার দুপুরে বা বিকালে আনুষ্ঠানিকভাবে অনুমতি দেওয়া হতে পারে।
বৃহস্পতিবার রাতে ডিএমপির ঊধ্বর্তন একাধিক কর্মকর্তা এ তথ্য জানিয়েছে।
পুলিশ বলছে, জামায়াত ইসলামী ছাড়া বড় দুইদলকেই পূর্বঘোষিত কর্মসূচি পালন করতে অনুমতি দেওয়া হবে। তবে শাপলা চত্বরে সমবেত হতে পারবে না জামায়াত। তাদেরকে কোনো অনুমতি দেওয়া হবে না। তারা মাঠে ধরণের
ডিএমপি সূত্রে জানা গেছে, ওই দিন সর্বোচ্চ ফোর্স মাঠে থাকবে। ঢাকার বাইরে থেকে ফোর্স আনা হচ্ছে। কোনো ধরণের দাঙ্গা, হাঙ্গামা হলে পুলিশ তা দমন করবে। কোনো দল ঝুঁকি নিলে পুলিশও ঝুঁকি নিবে। সমাবেশস্থলে সিসিটিভি ক্যামেরা, ড্রোন, গোয়েন্দারা সরাসরি ক্যামেরা নিয়ে মাঠে থাকবে।
ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, ‘এখন কমিশনার স্যার কোনো অনুমতি দেননি। আমরা সবকিছু যাচাই-বাছাই করছি। তবে জামায়াতকে কোনো ধরণের সভাসমাবেশ করতে দেওয়া হবে না। তারা মাঠে নামলে কঠোরভাবে দমন করা হবে।’
ডিআই/এসকে