
ডেস্ক রিপোর্ট:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্ত থেকে শনিবার বেলা পৌনে ১২টার দিকে পাঁচ কেজি স্বর্ণ জব্দ করেছে বিজিবি। এ ঘটনায় মহেশপুর থানায় একটি মামলা হয়েছে।
শনিবার (২ মার্চ) বিকেলে মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক এইচ এম সালাহউদ্দিন চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাটিলা বিওপির একটি বিশেষ টহল দল শনিবার বেলা পৌনে ১২টার দিকে সীমান্ত পিলার ৫১ থেকে ২৫০ গজ অভ্যন্তরে অবস্থান নেয়। এ সময় চোরাকারবারিরা জমিতে কাজ করার বাহানায় স্বর্ণের চালানটি ভারতে নেওয়ার চেষ্টা করে। বিজিবি তাদের চ্যালেঞ্জ করে। এতে চোরাকারবারিরা একটি প্যাকেট ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ওই প্যাকেটে স্বর্ণের পাঁচটি বার পাওয়া যায়। প্রতিটি বারের ওজন এক কেজি। যার বাজারমূল্য ৪ কোটি ৩৫ লাখ ৯ হাজার ৯৪৫ টাকা। এ ঘটনায় মহেশপুর থানায় একটি মামলা হয়েছে।