
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস: যুক্তরাজ্য সফরে যাচ্ছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। দেশটিতে একটি সেমিনারে তিনি অংশ নিবেন। এজন্য আজ রাতেই তিনি ঢাকা ছাড়বেন।
শনিবার ( ২ মার্চ) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কে.এন.রায় নিয়তি এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, আগামী ৪ মার্চ থেকে ৮ মার্চ যুক্তরাজ্যের লন্ডনে Transport for London (TFL, Consulting) আয়োজিত সেমিনারে তিনি অংশগ্রহণ করবেন। রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্য উদ্দেশ্যে রওনা করবেন। এসময় তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
গত ৩০ সেপ্টেম্বর ডিএমপির ৩৬তম কমিশনার হিসেবে দায়িত্ব নেন অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান।
হাবিবুর রহমান বিসিএস পুলিশ ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা। তিনি ১৯৬৭ সালে গোপালগঞ্জের চন্দ্র দিঘলিয়ায় জন্মগ্রহণ করেন।
ডিআই/এসকে