
পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় পটুয়াখালী-১ আসনের জাতীয় সংসদ সদস্য, সাবেক মন্ত্রী, জাতীয় র্পাটির কো চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ,আলহাজ্ব এবিএম রুহুল আমীন হাওলাদার দুমকি উপজেলার বাহেরচরের নদীভাঙন এলাকা পরির্দশন করেছেন। তিনি সড়কপথে পায়রা নদী, পাতাবুনিয়া ও বাহেরচর স্থানে নদীর ভাঙন এলাকা পরির্দশন করেন। এ সময় পটুয়াখালী পানি উন্নয়ন র্বোডের র্নিবাহী প্রকৌশলী আরিফ হোসেনসহ পানি উন্নয়ন র্বোডের অন্যান্য র্কমর্কতা, দুমকি থানার অফিসার ইনর্চাজ তারেক আবদুল হান্নান সহ এলাকার গন্যমান্য ব্যক্তির্বগ উপস্থিত ছিলেন।