
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যথাযোগ্য মর্যাদায় জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে। শনিবার (২ মার্চ২০২৪) সকাল সাড়ে ১০ টায় সরাইল উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি পালন উপলক্ষে এক র্যালি বের হয়।
সরাইল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাসরিম সুলতানার নেতৃত্বে উপজেলা পরিষদ থেকে র্যালি শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা ও চা চক্রের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
র্যালিতে উপস্থিত ছিলেন সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম, সরাইল প্রেসক্লাবের সভাপতি ও শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।