
রাজধানীর বেইলি রোডের একটি রেস্টুরেন্টে আগুনে পুড়ে প্রাণ গেল মাধবপুরের মা-মেয়ের ।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটে রাজধানীর বেইলি রোডের একটি বহুতল ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস । ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টারও বেশি সময় চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর উদ্ধার কাজ শুরু হয় ।শুক্রবার সকাল সাড়ে ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মা মেয়ের লাশ শনাক্ত করেন পরিবারের সদস্যরা । জানা যায় আগুনের ধোয়ায় শ্বাসরোধ হয়ে তাদের মৃত্যু হয়।
রুবি রায় (৪০) ও তার মেয়ে প্রিয়াঙ্কা রায় (১৭) মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের বানেশ্বরপুর গ্রামের পোল্যান্ড প্রবাসি প্রকৌশলী উত্তম কুমার রায়ের স্ত্রী ও মেয়ে।
উত্তম রায়ের স্বজনদের কাছ থেকে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে মালিবাগ বাসা থেকে মা-মেয়ে বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে রাতের খাবার খেতে গিয়েছিলেন ।
আরও জানা যায়, পোল্যান্ডের হুন্দাই কোম্পানীতে চাকরিকালীন সময়ে ফিলিপাইন নাগরিক রুবি রায়ের সাথে ১৯৯৬ সালে উত্তম রায় বিবাহবন্ধনে আবদ্ধ হয়।
উত্তম রায়ের স্ত্রী রুবি রায় ও তার মেয়ে প্রিয়াঙ্কা রায়কে নিয়ে ঢাকার মালিবাগে বসবাস করতেন। গত একমাস আগে উত্তম রায় ছুটি শেষে পোল্যান্ড চলে যান ।