
“সঠিক তথ্যে ভোটার হব, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব” এই প্রতিপাদ্য কে সামনে রেখে নেত্রকোনার মদনে ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস উদযাপি হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা পাবলিক হল প্রাঙ্গণ হতে একটি র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে অংশ নেয় উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধি বৃন্দ। এর পূর্বে উপজেলা পরিষদের সামনে জাতীয় ভোটার দিবস ২০২৪ ইং শুভ উদ্ধোধন করেন ইউএনও মোঃ শাহ আলম মিয়া। র্যালি শেষে ইউএনও’র সভা কক্ষে জাতীয় ভোটার দিবসের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউএনও মোঃ শাহ আলম মিয়া, নির্বাচন অফিসার ইকবাল হামিদ, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসেন প্রমুখ।