
বরগুনার আমতলীতে বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন শৃক্সখলা সন্ত্রাস ও নাশকতা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এমএ কাদের মিয়া।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি,আবাসিক মেডিকেল অফিসার ডা.জায়েদ আলম ইরাম আমতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু, উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. ইছা, সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সরদার, সমাজসেবা অফিসার মঞ্জুরুল হক কাওসার মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক মিলন, মহিলা বিষয়ক কর্মকর্তা রুপ কুমার পাল, ইউপি চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা, বোরহান উদ্দিন মাসুম তালুকদার, আসাদুজ্জামান মিন্টু মল্লিক, মো. রফিকুল ইসলাম রিপন, সোহেলী পারভীন মালা, প্যানেল মেয়র কাউন্সিলর মীর হাবিবুর রহমান , অ্যাড. এইচএম মনিরুল ইসলাম মনি,রিপোর্টাস ইউনিটি সভাপতি মো. হায়াতুজ্জামান মিরাজ,আমতলী উপজেলা প্রেসক্লাব সাধারন সম্পাদক মো. আবু সাইদ খোকন প্রমুখ।