
“করবো বীমা গড়বো দেশ স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে ধারন করে পিরোজপুরের ইন্দুরকানীতে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।
শুক্রবার (১ মার্চ) সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আবুবক্কর সিদ্দিকী’র সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কামরুন নেসা সুমী, ই্দুরকানী থানা পরিদর্শক (তদন্ত) বিকাশ চন্দ্র, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আবুল কালাম প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বীমা দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জাতীয় বীমা দিবস উপলক্ষে রচনা প্রতিযোগীতায় প্রথম স্থান অর্জন করেন পঞ্চগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী কেয়া রানী, ২য় স্থান একই বিদ্যালয়ের রুদ্রনীল মজুমদার, খ গ্রুপে তৃতীয় স্থান একই বিদ্যালয়ের অর্পিতা সরকার, অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।