ঢাকা, বৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ঝালকাঠিতে পরীক্ষার প্রথম দিনেই একজন বহিষ্কার, চার শিক্ষককে অব্যাহতি
নওগাঁয় গাছ কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নিহত -২
ফরিদপুরে নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি ‌সংহতি জানিয়ে বিএনপির কর্মসূচি
কুষ্টিয়ায় চোর সন্দেহে রিক্সাচালককে হত্যার অভিযোগ
সমাজ উন্নয়ন ফাউন্ডেশনের আয়োজনে আস্কারপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
ফেসবুকে গুজব ও অপপ্রচারকে নান্দাইল যুব ফোরামের লাল কার্ড
দখল হওয়া পাবলিক স্পেস উদ্ধারে অভিযান করবে ডিএনসিসি:ডিএনসিসি প্রশাসক
পোল্যান্ডের রাষ্ট্রদূত হলেন সাবেক আইজিপি ময়নুল
কয়লার চেয়ে প্রাণ দামী: বাঁশখালীর শহিদদের স্মরণে ময়মনসিংহে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
চাঁদাবাজি ও নারী কেলেঙ্কারিসহ নানা অভিযোগে চাকরিচ্যুত হলেন আনন্দ টিভির সাবেক ডিএন‌ই প্রশান্ত দাশ কথা
ব্যবসায়ীকে মারধর, ছিনতাই, বিবস্ত্র করে ভিডিও ধারন: শ্রমিক দল নেতা গ্রেফতার
রাজধানীতে এবার নান্দনিকভাবে শুরু হচ্ছে বিঝু, বৈসু,সাংগ্রাই, চাংক্রান, বিষু উৎসব- উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
পাঁচবিবিতে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পাঁচবিবিতে এসএসসি পরীক্ষায় ২ হাজার ৭’শ ৮৬ জন পরীক্ষার্থীর অংশগ্রহণ
বিমান বাহিনী ঘাঁটির নাম পরিবর্তন

দেবীদ্বারে চিরতরে চাঁদাবাজী বন্ধ :এমপি আবুল কালাম আজাদ

কুমিল্লা দেবীদ্বারের এমপি মো. আবুল কালাম আজাদ বলেছেন, দেবীদ্বার থেকে চিরতরে চাঁদাবাজি বন্ধ করা হয়েছে। দীর্ঘ ১০ বছর ব্যবসায়ী ও সিএনজি চালকরা একটি প্রভাবশালী সিন্ডিকেটের কাছে জিম্মি ছিল। ওই সিন্ডিকেট যে যেভাবে পেরেছে ব্যবসায়ী ও সিএনজি চালকদের শোষণ করেছে, নির্যাতন করেছে, আজ তা বন্ধ হয়েছে।
এমপি আজাদ সিএনজি চালকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের এখন আর জিবি বা চাঁদা দিতে হয় না, আপনারা যাত্রীদের ভাড়া কমিয়ে আনুন, কত কমাবেন আপনারাই বসে সিদ্ধান্ত নিবেন। চালকদের জন্য একটি কল্যাণ তহবিল করা হবে, এ জন্য ১২ সদস্যের একটি কমিটি করে দেয়া হয়েছে। এ তহবিল থেকে যারা বিপদগ্রস্ত চালক তাদের সাহায্য করা হবে। তিনি পৌর ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, বাজারের শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে, ব্যবসায়ীরা আজকে যে সমস্যার কথা বলেছেন প্রত্যেকটি সমস্যার নিরসন করা হবে, যানজটও দূর করা হবে।
শুক্রবার (১মার্চ) উপজেলা পরিষদ মাঠে সকালে সিএনজি চালক ও বিকালে পৌর ব্যবসায়ী ও মালিকদের সাথে পৃথক দুটি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি। এর আগে মতবিনিময় সভা দুটিতে তিনি চালক ও ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা শুনেন।গুনাইঘর উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হাসান রাসেলের সঞ্চালনায় এমপি আবুল কালাম আজাদ আরও বলেছেন, বাজারের কমিটি ভেঙে আরও সুন্দর একটি কমিটি করা হবে। যে কমিটি চাঁদা খাবে না নিবে না। আপনারা যাকে সৎ মনে করবেন তাকে ভোট দিয়ে নির্বাচন করবেন।আপনারা একটি স্থায়ী বাজার চেয়েছেন, আমি চেষ্টা করব আপনাদের জন্য একটি স্থায়ী বাজার ব্যবস্থা করে দেয়ার জন্য। আপনারা সকল ব্যবসায়ী ঐক্য থাকতে হবে, সৎভাবে ব্যবসা করতে হবে। সাধারণ জনগণ যাতে আপনাদের কাছে স্বল্প মূল্যে নিত্যপন্য দ্রব্য ক্রয় করতে পারে সে বিষয়টি নজর রাখতে হবে। কোন ক্রেতাকে হয়রানি করা যাবে না। সামনে রমজান মাস ইচ্ছেমত দ্রব্য মূল্যের দাম বাড়ানো যাবে না। আমি নিজেও একজন ব্যবসায়ী। আপনাদের অসুবিধার কথা চিন্তা করে মাঠের বাণিজ্য মেলা আমি বন্ধ করেছি। আপনাদের যে কোন সমস্যার কথা আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সব সমস্যা নিরসন করতে। এমপি আজাদ আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবসাবান্ধব, তিনি বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তা তৈরি করে দেশের অর্থনীতির চাকায় গতি এনেছেন। এ সরকার ব্যবসায়ীদের কল্যাণে কাজ করছে। আমরা সবাই মিলে একটি সুন্দর সুশৃঙ্খল দেবীদ্বার গড়ব। আপনারা আমাকে সহযোগিতা করবেন এ আশা করছি।
দেবীদ্বার পৌর আওয়ামীলীগের সভাপতি মো. আবুল কাশেম চেয়ারম্যান ও পৌর শ্রমিক লীগের সভাপতি মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে সভায় দুটিতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিগার সুলতানা, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি লুৎফুর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মো.হুমায়ুন কবির, পৌর ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এমএ কাইয়ুম ভূঁইয়া, গুনাইঘর উত্তর ইউনিয়ন চেয়ারম্যান মো, মোকবল হোসেন মুকুল, রাজামেহার ইউনিয়ন চেয়ারম্যান মো. জসিম উদ্দিন সরকার,ফতেয়াবাদ ইউনিয়ন চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদ, প্রমুখ।

এতে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ মামুনুর রশিদ মামুন,দেবীদ্বার উপজেলা ছাত্রলীগের আহবায়ক আসাদুর রহমান রনি,যুগ্ম আহবায়ক সারোয়ার হোসেন রাকিব, গোলাম মহিউদ্দিন সবুজ সহ আওয়ামী লীগ যুবলীগ শ্রমিকলীগ কৃষক লীগ,মহিলা আওয়ামী লীগ,ও ছাত্রলীগের নেতা কর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ