বেইলি রোডের ভয়াবহ আগুনে মারা গেছেন তরুণ সাংবাদিক অভিশ্রুতি শাস্ত্রী। তিনি মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল দ্যা রিপোর্টে কর্মরত ছিলেন।
শুক্রবার (১ মার্চ) তার মরদেহটি শনাক্ত করেন তার সহকর্মী নিউজ পোর্টালটির প্রধান প্রতিবেদক গোলাম রাব্বানী।
গোলাম রাব্বানী জানান,অভিশ্রুতি শাস্ত্রীর মরদেহটি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের মর্গে রয়েছে। আমরা সকালে জেনেছি অভিশ্রুতিকে পাওয়া যাচ্ছে না। পরে বার্ন ইনস্টিটিউটের মর্গে তাকে খুঁজে পাই।
অভিশ্রুতির বন্ধুরা জানিয়েছেন,তার বাড়ি কুষ্টিয়া। তার পরিবার কুষ্টিয়াতে বসবাস করেন। অভিশ্রুতি রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।
অভিশ্রুতি রাজধানীর ইডেন মহিলা কলেজের দর্শন বিভাগের শিক্ষার্থী ছিলেন। স্নাতক অধ্যয়নরত অবস্থায় তিনি সাংবাদিকতা পেশায় যুক্ত হন। তিনি দ্যা রিপোর্টের হয়ে নির্বাচন কমিশন বিটে সংবাদ সংগ্রহে যুক্ত ছিলেন।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত পৌনে দশটায় গ্রিন কোজি কটেজ নামের ভবনটিতে অগুনের সূত্রপাত ঘটে। ঢাকা জেলা প্রশাসক সূত্রে জানা যায়,গতকালকের অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ৪৬ জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর ভোর ৫টা থেকে মরদেহের পরিচয় শনাক্ত ও হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়। বেলা পৌনে ১২টা পর্যন্ত মোট ৪০টি মরদেহের পরিচয় শনাক্ত হয় এবং হস্তান্তর হয় ৩৮টি মরদেহ।
ডিআই/এসকে