করবো বীমা গড়বো দেশ স্মার্ট হবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয় বীমা দিবস-২০২৪ পালিত হয়েছে।
শুক্রবার (১ মার্চ) সকালে দিবসটি উপলক্ষ্যে র্যালি করেন আয়োজকরা। র্যালীটি উপজেলা থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।পরে উপজেলা৷ পরিষদ ভবন উপজেলা নির্বাহী অফিসার এস এম তারেক সুলতান এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি কর্মকর্তা ত্রিদিপ সরকার ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস একাডেমিক সুপারভাইজার বাকি বিল্লাহ্ সহ বীমার সাথে সম্পৃক্ত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দাফতরিক কর্মকর্তাবৃন্দ।