
রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ প্লাটুন সাধারণ আনসার ও ১ প্লাটুন আনসার গার্ড ব্যাটালিয়ন ( এজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক (প্রকল্প প্রশিক্ষণ) ও গণসংযোগ কর্মকর্তা (অতি. দায়িত্ব) মো. জাহিদুল।
তিনি জানান,বৃহস্পতিবার রাতে বেইলি রোডের অগ্নিকাণ্ডের খবর পেয়ে পার্শ্ববতী ক্যাম্প থেকে আনসার সদস্যরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণ,শৃঙ্খলা রক্ষা ও উদ্ধার কার্যক্রমে অংশ গ্রহণ করে।
আগুন নিয়ন্ত্রণে না আসায় বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত আনসার গার্ড ব্যাটালিয়ন ( এজিবি) সদস্যের একটি প্লাটুন মোতায়েন করা হয়।
ফায়ার সার্ভিসের সঙ্গে আনসার সদস্যরা আগুন নিয়ন্ত্রণ ও আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করতে কাজ করছে।
ডিআই/এসকে