প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ১২:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৯, ২০২৪, ১১:৩৬ অপরাহ্ণ
মিরসরাইয়ে পাহাড়ি-কৃষি জমির মাটি কাটার অপরাধে ইউপি সদস্যসহ তিনজনের কারাদণ্ড

মিরসরাইয়ে পাহাড়ি ও কৃষি জমির মাটি কেটে ইটভাটায় সরবরাহ করার অভিযোগে এক ইউপি সদস্যসহ তিনজনকে কারাদণ্ড দিয়েছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৯ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের তালবাড়িয়া এলাকায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিজানুর রহমান এ অভিযান পরিচালনা করেন।
এ সময় মিরসরাই সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল্লাহ আল মামুনকে (৩০) তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মোসলেম উদ্দিন (২৫) ও সোহরাব হোসেনকে (২১) দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিজানুর রহমান বলেন, মধ্যম তালবাড়িয়ায় পাহাড়ের মাটি কেটে ইটভাটায় পরিবহনের সময় তিনজনকে আটক করা হয়েছে। এদের একজনকে তিন মাসের ও দুজনকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.