
পঞ্চগড়ের দেবীগঞ্জে ছাত্রকে বলাৎকারের অভিযোগে এক মাদরাসা শিক্ষককে আটক করেছে পুলিশ।
বুধবার রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯- এ কল পেয়ে দেবীগঞ্জ উপজেলার পৌরশহরের আলহেরা মাদ্রাসার প্রধান শিক্ষক মিজানুর রহমানকে আটক করে পুলিশ।অভিযুক্ত শিক্ষক মিজানুর রহমান নিলফামারীর সদরের ভবানীগঞ্জ এলাকার লতিফুর রহমানের ছেলে। সুত্র মারফত জানা যায়, আলহেরা মাদ্রাসার আবাসিক ও অনাবাসিক পাঠদান চালু আছে।গত ২৭ ফেব্রুয়ারী মাদ্রাসার প্রধান শিক্ষক মিজানুর রহমানের বিরুদ্ধে অভিযোগ পায় মাদ্রাসা কতৃপক্ষ। তবে বিষয়টি ধামাচাপা দিতে মাদ্রাসা কতৃপক্ষ পুলিশকে না জানিয়ে চাকরিচ্যুত করে অভিযুক্ত ঐ শিক্ষককে। পরে বিষয়টি জানাজানি হলে অভিভাবক ও স্থানীয়রা ফুঁসে উঠে।
অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে শাস্তির দাবীতে মাদ্রাসায় উপস্থিত হলে পরিস্থিতি মাদ্রাসা কতৃপক্ষের নিয়ন্ত্রনের বাইরে যেতে থাকে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করা হলে পুলিশ মাদ্রাসায় এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক মিজানুর রহমান কে আটক করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, ভুক্তভোগী ছাত্রদের সাথে কথা বলে যৌন নির্যাতনের বিষয়টা প্রাথমিক ভাবে নিশ্চিত হওয়া গেছে। এঘটনায় অভিযুক্ত ঐ শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার প্রস্তুতি চলছে।