ঢাকা, শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
যৌথবাহিনীর অভিযানে সাতদিনে গ্রেফতার ৩৪১
এসো আমরা ঈদের আনন্দের সাথে নিজেরা নিজেদের অবস্থান তৈরি করি-ব্যারিস্টার মাহবুবুর রহমান সালেহী
কলাপাড়ায় গৃহবধূর রহস্যজনক নিখোঁজের ঘটনায় গ্রেফতার ৭
নওগাঁয় ধানখেতে গলিত লাশ উদ্ধারের ঘটনায় মুলহোতা গ্রেপ্তার
নাইক্ষ্যংছড়ির পাহাড়ি কন্যা পর্যটন লেকে ঈদে ১৬ বছরের রেকর্ড পর্যটকের ঢল
বাঁশখালীতে টানা ৪১ দিন জামাতে নামাজ আদায় করা ১৭ শিশু-কিশোর সাইকেল উপহার
আত্রাইয়ে ঈদের চতুর্থ দিনেও সাহাগোলা রেলওয়ে স্টেশনজুড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়
ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গ্রেফতার
কলমাকান্দায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার পলাতক অলি আহমেদ
নেত্রকোণা সরকারী কলেজের ঈদ পুনর্মিলনী
ভারতীয় মিডিয়া গুজবে চ্যাম্পিয়ন:স্বরাষ্ট্র উপদেষ্টা
জিয়ার শ্রদ্ধা স্মারক সরিয়ে ফেলার অপকর্মে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনুন:জাসাস
কালিগঞ্জে প্রত্যয় গ্রুপের ১৩ তম বর্ষপূর্তি ও ঈদ পুনমিলনী 
পরকীয়া জেরে যুবকের আত্মহত্যা
আমতলীতে তরমুজ পরিবহনে চাঁদাবাজিকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, আহত- ৬

মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিয়েছেন কুড়িগ্রাম পুলিশ সুপার মাহফুজ

মাদক,কিশোর অপরাধের লাগাম টানতে অভিনব উদ্যোগ ও জনবান্ধব পুলিংশয়ের এক অনন্য নজির স্থাপন করেছেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মো.মাহফুজুল ইসলাম।

সমাজে বই পড়া উৎসাহী করা,চরাঞ্চলের শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধে বিদ্যালয়,শত শত গাছ রোপন এবং অপরাধ নিয়ন্ত্রণে ক্রাইম প্রিভেনশনের মতো অসাধারণ উদ্যোগ গ্রহণ করে পুলিশের সেবা মানুষের দরজায় নিয়ে গেছেন পুলিশের এই কর্মকর্তা। যার স্বীকৃতি স্বরুপ এবার পুলিশ সপ্তাহ ২০২৪ উপলক্ষে পুলিশের সর্বোচ্চ পদক রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা”অর্জন করেছেন। গত মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) পুলিশ সপ্তাহের প্রথম দিন প্রধানমন্ত্রী তাকে এ পদক পড়িয়ে দেন।

পুলিশ সপ্তাহ উপলক্ষে প্রকাশিত পুলিশ পদক বই থেকে এ তথ্য জানা গেছে।

কুড়িগ্রাম জেলা পুলিশের কর্ণধার এসপি মাহফুজ ২০২২ সাল থেকে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছেন। ফলে সহজে পুলিশের সেবা ও সমস্যা সমাধান পেয়ে খুশি দেশের উত্তরাঞ্চলের জেলা মানুষ।

লিটল ফ্রি লাইব্রেরী: কুড়িগ্রাম জেলা পুলিশের উদ্ভাবনী প্রয়াসে কুড়িগ্রামের প্রত্য চরে নাগরিক ও শিক্ষার্থীদের বই পড়ার অদম্য ইচ্ছা যাতে আরো সুপ্রস্থ হয়,ও লক্ষ্যে প্রথম পর্যায়ে কুড়িগ্রাম জেলার ৫টি পয়েন্টে ঢুষমারা থানার অধিক্ষেত্রেও মোহনগঞ্জের প্রত্যন্ত চরে,চিলমারী রমনা ঘাটে, কুড়িগ্রাম সদরের যাত্রাপুর চরের ঘাটে ও উলিপুরের নামাজের চরে লিটল ফ্রি লাইব্রেরী স্থাপন করা হয়। সেখানে চর এলাকার সন্মানিত নাগরিকবৃন্দ বই পড়ার পাশাপাশি বই এন্ট্রি করে বাসায় নিয়ে যেতে পারবেন যেটা ব্যবস্থাপনা নিশ্চিত করবেন সংশ্লিষ্ট চায়ের দোকানদার।

সবুজ করি কুড়িগ্রাম: সবুজ করি কুড়িগ্রাম্ এই শ্লোগানে মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের সুবিধাভোগী সম্মানিত নাগরিক, কুড়িগ্রাম জেলার বিভিন্ন স্কুল- কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী, কারামুক্তিদেরসহ প্রত্যেকটি থানা এলাকায় চারাগাছ বিতরণ কর্মসূচি গত ১৮ জুলাই থেকে শুরু করে প্রায় ৩০ হাজার চারাগাছ কুড়িগ্রাম জেলা পুলিশ পক্ষ থেকে বিতরণ করা হয়।

ক্রাইম প্রিভেনশন ক্লিনিক ক্রাইম প্রিভেনশন ক্লিনিকন এর মাধ্যমে সম্মানিত

নাগরিকদের সেবা প্রদান ও সদাশয় সরকারের অভীষ্ট লক্ষ্য অর্জনের নিমিত্তে নাগরিকের কম সময়ে,বিনা খরচে,কম ভিসিটে দোরগোড়ায় পুলিশী সেবা পৌছে দেয়ার জন্য সকল অংশীজনের সমন্বয়ে পুলিশের উদ্ভাবনী প্রয়াসে আয়োজিত হয় ক্রাইম প্রিভেনশন ক্লিনিক। যেখানে নাগরিকদের নানাবিধ সমস্যা মনোযোগের সাথে শুনেন ফৌজদারি বিচার ব্যবস্থার সংশ্লিষ্ট সম্মানিত অংশীজনবৃন্দ। উপস্থিত অতিথিবৃন্দ ও বিশেষজ্ঞ প্যানেলের অফিসারবৃন্দ সম্মানিত সেবা প্রার্থীদের বক্তব্য শুনে কার্যকরী ব্যবস্থা ও ন্যায্যতার জন্য তাৎক্ষণিক প্রসিকিউশন বা জিডি গ্রহণের উদ্যোগ নেন। কিছু কিছু ক্ষেত্রে সংশ্লিষ্ট সেবা প্রদানকারী অফিসসমূহে সেবা প্রার্থীদের পরবর্তী কার্যক্রমের জন্য রেফার করেন। এর মাধ্যমে ইতিমধ্যেই দীর্ঘদিনের বিভিন্ন বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে ইতিবাচক প্রভাব বিস্তার হয়েছে।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ