প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৭, ২০২৫, ৭:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৯, ২০২৪, ১২:০৬ পূর্বাহ্ণ
কোটচাঁদপুর ট্রেনের ধাক্কায় স্কুল ছাত্রের মৃত্যু
ঝিনাইদহের কোটচাঁদপুরে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে ফাহাদ হোসেন নামের সপ্তম শ্রেণির এক ছাত্র ট্রেনে কাটাপড়ে মারা গেছে। আজ বুধবার সকালে উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামে এই ঘটনা ঘটে।
ফাহাদ হোসেন কোটচাঁদপুরের রাঙ্গিয়ার পোতা গ্রামের সামাদ সর্দারের ছেলে। সে স্থানীয় এলাঙ্গী মফেজ উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র।
দুর্ঘটনার বিষয় সাংবাদিকদের নিশ্চিত বলেন কোটচাঁদপুরের স্টেশনমাস্টার গোলাম রসুল। তিনি বলেন, ‘রুপসা ট্রেনে এই দুর্ঘটনা ঘটেছে।’
ফাহাদ হোসেনের চাচা স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আলী হোসেন বলেন, ‘ফাহাদ হোসেন আজ বুধবার সকালে প্রাইভেট পড়তে যায়। এরপর বাড়িতে এসে সে মোটরসাইকেল নিয়ে গরুর ঘাস কাটার জন্য রেললাইন পার হয়ে মাঠে যাচ্ছিল। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায় ফাহাদ হোসেনের শরীর।’
যশোর জিআরপি থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে যাই আগে। তদন্তে যদি কারও কোনো অভিযোগ থাকে সে ক্ষেত্রে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.