
বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে গাইবান্ধার সুন্দরগঞ্জের বামনডাঙ্গায় পুলিশ হত্যা দিবস পালন এবং সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির আয়োজনে জামাত শিবির কর্তৃক ৪ পুলিশের নারকীয় হত্যাকান্ড ও ভয়াবহ তান্ডবের দ্রুত বিচার এবং মন্ত্রী মহোদয়গণের প্রতিশ্রুতি মোতাবেক বামনডাঙা পুলিশ তদন্তকেন্দ্রকে পূর্ণাঙ্গ থানা ঘোষনার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন শেষে বিক্ষোভ সমাবেশে বক্তব্য প্রদান করেন, মজনু হিরো-সভাপতি সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি বামনডাঙ্গা, বিষ্ণু রাম রায় সদস্য সচিব, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি, আউয়াল কবির-সাংগঠনিক সম্পাদক, বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগ,
আব্দুল জব্বার -চেয়ারম্যান বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদ, ও আরিফুল ইসলাম রাসেল-সাবেক ছাত্রনেতা সহ আরও অনেকে।
প্রসঙ্গত, গত ২০১৩ সালে এই দিনে (২৮ ফেব্রুয়ারি) মানবতাবিরোধী অপরাধী
সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর পরই সুন্দরগঞ্জ উপজেলায় শুরু হয় সাঈদী অনুসারীদের নারকীয় তাণ্ডব। তারা উপরে ফেলে বামনডাঙ্গা রেল স্টেশনের রেল লাইন, অগ্নিসংযোগ করে আওয়ামী লীগের স্থানীয় কার্যালয় ও মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়। এরপর তারা বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রে গিয়ে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। একপর্যায়ে সেখানে থাকা চার পুলিশ সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে নির্মমভাবে হত্যা করে।