
রাজধানীর বিমানবন্দর থানার হজক্যাম্প এলাকায় ভুয়া র্যাব সদস্য পরিচয়দানকারী প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আটককৃত প্রতারক জীবন চৌধুরী (৪৮)। সিলেট জেলার বলিগঞ্জ থানার ইসলাম চৌধুরীর পুত্র তিনি।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৯ টার দিকে তাকে আটক করা হয়।
র্যাব জানিয়েছে,আটককৃত ব্যক্তি ভুয়া র্যাব সদস্য পরিচয়ে বিপুল পরিমান অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিলেন। গ্রেফতারকৃত আসামির নিকট থেকে ১ টি মোবাইল ফোন, ১টি ভুয়া র্যাব পরিচয়পত্র এবং র্যাব জ্যাকেট উদ্ধার করা হয়। প্রতারকের কাছে অর্থ আত্মসাৎ করার উদ্দেশ্য প্রস্তুতকৃত বিভিন্ন প্রতারণামূলক তাবিজ পাওয়া গেছে।
বুধবার ( ২৮ ফেব্রুয়ারি) দুপুরে র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার এবং সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) মো.মাহফুজুর রহমান এসব তথ্য জানান।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে,তারা নিজেদের আইন শৃঙ্খলা বাহিনীর অফিসার বিশেষ করে র্যাব পরিচয় দিয়ে এলাকার সাধারণ মানুষদের ভয়-ভীতি প্রদর্শন করে আধিপত্য বিস্তার করে আসছিল। তারা অর্থের বিনিময়ে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে জমি উদ্ধার এবং চাকুরী দেওয়ার প্রলোভন দেখায় ও সাধারণ মানুষের নিকট থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করার সাথে দীর্ঘদিন ধরে জড়িত।
র্যাব বলছে,সাম্প্রতিক সময়ে অপরাধী চক্রের সক্রিয় সদস্যরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের পরিচয় দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে অর্থ আত্মসাৎসহ নানাবিধ অপরাধ সংগঠিত করছে। এই অপরাধী চক্রের সক্রিয় সদস্যরা নিজেদেরকে বিভিন্ন বাহিনীর সদস্য হিসেবে উপস্থাপন করে ভুয়া আইডি কার্ড বহন করে এবং ইউনিফর্ম/জ্যাকেট পরিধান করে সাধারণ মানুষদের প্রতারিত করে থাকে। এ ধরনের অপরাধী দলের দ্বারা সাম্প্রতিক সময়ে প্রতারণার শিকার হয়েছে এমন একাধিক ভিকটিমের নিকট থেকে অভিযোগ পেয়েছে র্যাব। আটককৃত আসামির বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।
ডিআই/এসকে