
ডেস্ক রিপোর্ট : আগামী ১ মার্চ শুক্রবার ২০২৪ইং বেলা সাড়ে ৩টায় জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সম্মিলিত সামাজিক আন্দোলন এর উদ্যোগে মহান স্বাধীনতার ৫৩ বছর : প্রাপ্তি ও প্রত্যাশা শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে সন্মিলিত সামাজিক আন্দোলন।
আলোচনায় অংশ নেবেন রামেন্দু মজুমদার, নাট্য ব্যক্তিত্ব ডাক্তার সারওয়ার আলী, ট্রাস্টি, মুক্তিযুদ্ধ জাদুঘর, ড: নূর মোহাম্মদ তালুকদার, সভাপতি বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ডাক্তার ফৌজিয়া মোসলেম, সভাপতি, বাংলাদেশ মহিলা পরিষদ আর.এম দেবনাথ, অর্থনীতিবিদ শ্যামল দত্ত, সম্পাদক, দৈনিক ভোরের কাগজ অধ্যাপক রোবায়েত ফেরদৌস, নির্বাহী সভাপতি, সম্মিলিত সামাজিক আন্দোলন অধ্যাপক ড. সৈয়দ আবদুল্লাহ আল মামুন, চেয়ারম্যান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় কাজল দেবনাথ, সভাপতিমণ্ডলীর সদস্য, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ
সভাপতিত্ব করবেন অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন, সভাপতি, সম্মিলিত সামাজিক আন্দোলন।