ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং
আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাত কর্তন করলেন নেশাগ্রস্থ স্বামী
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার
ঈদ পরবর্তী বিআরটিএর বিশেষ অভিযান: ৬ লাখ ৮৭ হাজার জরিমানা,২৮৯ মামলা
রায়পুরে আ’লীগ বিএনপির যৌথ হামলায় নারীসহ আহত ৫
পাঁচবিবিতে শিক্ষার্থী সমিতির স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

পুনাকে’র বার্ষিক সমাবেশ ও আনন্দমেলা অনুষ্ঠিত

বাংলাদেশ পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক) এর বার্ষিক সমাবেশ ও আনন্দমেলা অনুষ্ঠিত হয়েছে৷ বুধবার (২৮ ফেব্রুয়ারী) সকালে রাজারবাগ পুলিশ লাইন অডিটোরিয়ামে জমকালো আয়োজনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহামান্য রাষ্ট্রপতির সহধর্মিণী ফাস্ট লেডি ড.রেবেকা সুলতানা। সভাপতিত্ব করেন ডা. তৈয়বা মুসারারাত জাঁহা চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে ফাস্ট লেডি বলেন, পুলিশ পরিবারের নারী সদস্যদের একটি কল্যাণধর্মী প্রতিষ্ঠান ‘পুনাক’। সংসার সামলে নারীদের কল্যাণে ও উন্নয়নে তাঁরা ‘পুনাক’কে দিয়েছেন একটি প্রাতিষ্ঠানিক রূপ। পুনাক দীর্ঘ তিন দশকেরও বেশি সময়ের পুরনো একটি ঐতিহ্যবাহী সংগঠন। এই দীর্ঘ সময়ে পুলিশ পরিবারের নারীদের কল্যাণে নানামুখী কার্যক্রম পরিচালনা করে আসছে পুনাক। শুধু নারীদের নয়, শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভার সুষ্ঠু বিকাশেও সংগঠনটি ভূমিকা রাখছে। প্রথাগত বৃত্তের বাহিরে গিয়ে বৃহত্তর সমাজ ও সাধারণ মানুষের কল্যাণেও কাজ করে চলেছে পুনাক- যা অত্যন্ত প্ৰশংসনীয়৷

বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এবং স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস) এর যৌথ উদ্যোগে চক্ষু বিষয়ক ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করে আসছে। ‘পুনাক’ ও সাওল হার্ট সেন্টার বাংলাদেশ
এর যৌথ উদ্যোগে বিনা তেলে রান্না প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন এবং সাওলের ইয়োগা-মেডিটেশন ও ব্যায়াম প্রশিক্ষণ প্রদানও ব্যতিক্রমধর্মী ও প্রশংসনীয় উদ্যোগ। এছাড়া দুস্থদের চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে দেশের বিভিন্ন জেলায় স্বাস্থ্য ক্যাম্প আয়োজন, স্বাস্থ্য ও পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে আলোচনা, পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধিতে নিয়মিতভাবে র‍্যালী আয়োজন করছে পুনাক। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপনসহ বিভিন্ন কর্মসূচি নিয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘প্লাস্টিক, পলিথিন বর্জন করি পরিবেশবান্ধব জীবন গড়ি’ শিরোনামে শোভাযাত্রার আয়োজন পুনাকের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। নারী অধিকার রক্ষায় আইন, কিশোরী মেয়েদের নিরাপত্তা বিষয়ক কর্মশালা, প্রতিবন্ধী নারীদের সম্পদ বন্টনসহ বিভিন্ন আইনি জটিলতায় নারীর করণীয় বিষয়ে আলোচনা ও কর্মশালার আয়োজনের মাধ্যমে পুনাক দুস্থ ও অসহায় নারীদের আইনি সহযোগিতা প্রদানের ক্ষেত্রে
উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।

বন্যাদুর্গত ও দুস্থদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ, দুস্থ ছেলেমেয়েদেরকে শিক্ষা উপকরণ প্রদানসহ ‘পুনাক’-এর সমাজহিতৈষী কর্মকাণ্ড আমাদের সামগ্রিক উন্নয়নে ইতিবাচক অবদান রাখছে। দুস্থ ও সমাজের অবহেলিত জনগোষ্ঠীর কল্যাণে কাজ করার জন্য আমি পুনাকের প্রাক্তন সভানেত্রীগণসহ সংগঠনটির সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করি, পুনাকের বর্তমান সভানেত্রীর বলিষ্ঠ নেতৃত্বে মানবহিতৈষী এ সকল কার্যক্রম ভবিষ্যতে আরো সম্প্রসারিত হবে।

সভাপতির বক্তব্যে ডা. তৈয়বা মুসারারাত জাঁহা চৌধুরী বলেন, প্রতিষ্ঠা লগ্ন থেকে পুলিশ পরিবারের সদস্যগণের সমন্বিত প্রয়াসের মাধ্যমে পুনাক নানা সামাজিক সচেতনমূলক ও উন্নয়নমূলক কর্মকান্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে। নারীর সক্ষমতা বৃদ্ধি, মানবিক কার্যক্রম ও শিশুর বিকাশে নানা কল্যাণকর পদক্ষেপ গ্রহণের ফলে ঐতিহ্যবাহী পুনাক আজ স্বমহিমায় উদ্ভাসিত। আর্থ-সামাজিক কর্মকান্ডে পুনাকের সৃজনশীল, ব্যতিক্রমী ও স্বতঃস্ফুর্ত পদচারনা সুধী মহলে ব্যাপকভাবে প্রশাংসিত হয়েছে। দেশের কল্যাণে নিত্য নিবেদিত প্রাণ, উদ্যমী পুনাক সদস্যদের কার্যক্রমে অর্জিত সাফল্যের জন্য আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত, উদ্ভাবনী উদ্যোগ ও বহুমুখী কর্মকুমালতার মাধ্যমে আমরা এগিয়ে যেতে চাই বহুদূর।

তিনি আরও বলেন, অন্যান্য কর্মসূচীর পাশাপাশি সম্প্রতিককালে পুনাকের উদ্যোগে পিছিয়ে পড়া সাঁওতাল জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ ও ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেছি। এছাড়া আমরা অবহেলিত, সামাজিকভাবে বিচ্ছিন্ন হিজড়া জনগোষ্ঠী, বৃদ্ধ, দুঃস্থ এবং প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্রসহ আর্থিক সহায়তা প্রদান করেছি।

শিশুদের মেধা বিকাশে আমরা পুলিশ লাইন্স স্কুলগুলোতে শিক্ষাবৃত্তির সংখ্যা অনেক বাড়িয়ে নিয়েছি। আমরা চাই এই স্কুলগুলো থেকে আরও মেধাবী শিশুদের বিকাশ হউক এবং এসব মেধা দেশের বিভিন্ন কর্মকান্ডে সংযুক্ত হয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার পদক্ষেপ হউক।বাংলাদেশ সরকারের স্বাস্থ্য বিষয়ক কার্যক্রমের সাথে সমন্বয় করে আমরা জরায়ুমুখ ক্যান্সারের টিকা দেওয়ার কর্মসূচী সারাদেশব্যাপী পুনাক সদস্যসহ পরিবারের জন্য বাস্তবায়ন করছি।

সব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এর সমাপ্তি হয়।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ