প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৬, ২০২৫, ৮:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৭, ২০২৪, ৯:৫৩ অপরাহ্ণ
রামুর মুজাইয়নুল কোরআন মডেল বিদ্যাপীঠ পরিদর্শন করলেন ড.আল্লামা হারুন আজিজি

রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের পাহাড়তলী আল-হেরা জামে মসজিদ সংলগ্ন সদ্য স্থাপিত মুজাইয়নুল কোরআন মডেল বিদ্যাপীঠ ও হেফজ বিভাগ পরিদর্শন করেছেন চট্টগ্রাম বাবু নগর মাদ্রাসার মোহাদ্দেস ও আন্তর্জাতিক স্কলার মহামান্য রাষ্ট্রপ্রতি স্বর্ণপদক প্রাপ্ত ড.আল্লামা হারুন আজিজ নদভি সোমবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি নবগঠিত এ প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন।
এসময় তিনি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক সাংবাদিক মোঃ জয়নাল আবেদীন টুক্কু, প্রধান শিক্ষক হাফেজ মওলানা মুক্তার আহাম্মদ, শিক্ষক মওলানা রফিকুল ইসলামসহ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় ও প্রতিষ্ঠানটির বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন।
এসময় উপস্থিত ছিলেন গর্জনিয়া আল-নজির ফাউন্ডেশনের সহকারী পরিচালক মওলানা আজিজুল হক, কচ্ছপিয়ার বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ইদ্রিস সিকদার, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবে সদস্য, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি,
সাংবাদিক আব্দুর রশিদ, সংবাদ প্রতিনিধি মোহাম্মদ ইউনুছ,শিক্ষক আব্দুল খালেক,জহিরুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.