প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৮, ২০২৫, ১০:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৭, ২০২৪, ৭:১৯ অপরাহ্ণ
কালিগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার কার্যালয় উদ্বোধন

কালিগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা’র উপজেলা শাখা কমিটির কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৬ ফেব্রুয়ারী-২৪) সন্ধ্যায় উপজেলার কলেজ মোড়ে এ অফিসের উদ্বোধন করা হয়।
জাতীয় সাংবাদিক সংস্থা'র কালিগঞ্জ উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শেখ আতিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য ও উদ্বোধন করেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক সমিতির উপজেলা সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু ও জাতীয় সাংবাদিক সংস্থার সিনিঃ সহ সভাপতি এসএম আহম্মদ উল্লাহ বাচ্ছু। স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক শেখ নাজমুল হোসেন। এ সময়ে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার সহ সভাপতি প্রভাষক সেলিম শাহারিয়ার, যুগ্ম সম্পাদক মারুফ হাসান, সহ সাংগঠনিক সম্পাদক শিমুল হোসেন, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ এসএম শাহাদাত হোসেন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক তাপস কুমার ঘোষ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুনসী আরাফাত আলী, নির্বাহী সদস্য আব্দুস সাত্তার, জিএম সাগর হোসেন, সাংবাদিক কাজী আল মামুন, সাংবাদিক ইমরান আলী ও জাহাঙ্গীর হোসেন প্রমুখ। জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা কমিটির সকলকে মিষ্টি মুখ করান কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথিসহ বক্তাগন বলেন আধুনিক যুগে সকলকে সততা ও নিষ্ঠার সাথে সংবাদ সংগ্রহ এবং পরিবেশন করে তা জন সম্মুখে তুলে ধরতে হবে। ভালো কাজের সাথে থাকলে শত্রু তৈরী হবে এমনটা জেনেই আগামীতে আরও সুচারুভাবে চলতে হবে। জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে শীতার্ত মানুষের কম্বল বিতরণ, করোনাকালে অক্সিজেন সেবা,জনসচেতনতায় প্রচারণা, অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী প্রদানসহ অনেক জনহিতকর কার্যে প্রশংসা কুড়িয়েছে। তারা এই ধারাবাহিকতা যেনো বজায় রাখতে পারে এই আশাবাদ ব্যাক্ত করেন। একইসময়ে সংস্থা’র সকল সদস্যদের দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপনী ঘটে। পরে সেখানে উপস্থিত সকলকে আপ্যায়ন করা হয়।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.