প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৫, ২০২৫, ১০:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২৭, ২০২৪, ২:৫১ অপরাহ্ণ
নড়াইলে অমর একুশে শর্ট-পিচ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

নড়াইলে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে অমর একুশে শর্ট-পিচ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ ফেব্রুয়ারী) দিবাগত রাতে নড়ইল শহরের মুচিপোল এলাকায় আব্দুল হাই সুপার মার্কেট মাঠ প্রাঙ্গণে নড়াইল পৌর- মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঞ্জুমান-আরা আনুষ্ঠানিকভাবে অমর একুশে শর্ট-পিচ ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধন করেন।
স.মা.জ.(সহযোগিতায় মানুষের জন্য) এর আয়োজনে, সুবহানাল্লাহ্ হার্ডওয়ার এন্ড অটোস এর সার্বিক সহযোগিতায় অমর একুশে শর্ট-পিচ ক্রিকেট টুর্নামেন্টে ১৬টি দল অংশ গ্রহন করে।
অমর একুশে টুর্নামেন্টে ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে ট্রফি তুলে দেন পৌরসভার ৬নংওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই নান্নু। অমর একুশে শর্ট-পিচ ক্রিকেট টুর্নামেন্টে স.মা.জ (সহযোগিতায় মানুষের জন্য) এর সভাপতি জুনাঈদ ইসলাম জারিফ এর সভাপতিত্বে ক্রিকেট টুর্নামেন্টে ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সদস্য তরিকুল বিশ্বাস, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান তোফায়েল মাহমুদ তুফান, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-ক্রীড়া সম্পাদক রাতুল ইসলাম নাইম, স.মা.জ (সহযোগিতায় মানুষের জন্য) এর সাধারণ সম্পাদক রহিত ঘোষ রাহুল,
সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আকাশ ঘোষ রাহুল, সাধারণ সম্পাদক সিদ্ধার্থ সিংহ পল্টু, ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি সজিব বিশ্বাস সহ স্থানীয় নেতৃবৃন্দ। অমর একুশে শর্ট-পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা এলাকার ক্রীড়ামোদীগন উপভোগ করে।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.