ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে রোগীদের দূর্ভোগ
চিলমারীতে ঐতিহ্যবাহী অষ্টমির স্নান সম্পন্ন
বিএনপি নেতার ওপর বোমা হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল
লঞ্চে মুমূর্ষ নবজাতককে মেডিকেল সহায়তা প্রদান করল কোস্ট গার্ড
আমতলীতে লঞ্চ ঘাট ও বাসস্ট্যান্ডে যৌথবাহিনীর অভিযান, জরিমানা আদায়
কালীগঞ্জে আমিনুর রহমান আমিনের গণসংযোগ শুভেচ্ছা বিনিময়
আমতলীতে হামলা, লুট ও পিটিয়ে দোকান দখলের অভিযোগ
দেওয়ানগঞ্জে মেয়ের বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ বাবা মৃত্যু
নড়াইল জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের ঈদ পুনর্মিলনী
জামায়াতে ইসলামীতে চাঁদাবাজ সন্ত্রাসের কোনো সুযোগ নেই:রফিকুল ইসলাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করতে হবে
ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র সম্মেলনের উদ্বোধন
বিরামপুরে আগ্নিকান্ডে সনাতন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই
কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে ডা. শহিদুল আলমের মতবিনিময়
পঞ্চগড় সড়কে বিআরটিএ ও যৌথবাহিনীর অভিযান

আশুগঞ্জে ঘোড়ার গাড়িতে চড়িয়ে বিদায় সংবর্ধনা দিলেন মাদ্রাসা অধ্যক্ষকে

ব্রাহ্মণবাড়িয়ার  আশুগঞ্জের  তালশহর করিমিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুফতি আব্দুল মোত্তালিবকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে বিদায় সংবর্ধনা জানালেন স্কুল পরিচালনা কমিটি, ছাত্র-ছাত্রী ও অত্র স্কুলের শিককবৃন্দ।

এ উপলক্ষে সোমবার সকালে মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে স্কুলের শিক্ষক ও মাদ্রাসা পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত অত্র মাদ্রাসা থোকে চাকুরী শেষে অবসরে যাবর প্রাক্কালে   অধ্যক্ষ মাওলানা আব্দুল মোত্তালিবকে উক্ত বিদায়ী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে  ২৬ ফেব্রুয়ারী ব্যতিক্রমী এই আয়োজন করা হয়।

উল্লেখ্য যে,বিগত ১৯৯৩ সালে তালশহর কারিমিয়া  ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুফতি আব্দুল মোত্তালিব মাদরাসায় অধ্যক্ষ হিসেিে যোগদান করার  সুদীর্ঘ ৩০ বছরেরও বেশী সময়কাল তিনি কৃতিত্বের সাথে মাদরাসার অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। সোমবার (২৬ ফেব্রুয়ারি) ছিল তার চাকরি জীবনের শেষ কর্মদিবস। বিশেষ এ দিনটি স্মরণীয় করে রেখেছেন তার সহকর্মী ও শিক্ষার্থীরা। সুসজ্জিত ঘোড়ার গাড়িতে চড়িয়ে প্রিয় অধ্যক্ষকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে অবস্থিত নিজ বাসায় পৌঁছে দিলেন তারা।

এদিকে শেষ কর্মদিবসে অধ্যক্ষ মাওলানা আব্দুল মোত্তালিবকে বিদায় জানাতে মাদরাসা প্রাঙ্গণে উষ্ণ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মঈন উদ্দিন মঈন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

তালশহর করিমিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসমাঈল হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শ্যামল চন্দ্র বসাক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত আকবর খান, আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, মাদরাসা গভর্ণিং বডির সদস্য আব্দুল্লাহ আল নোমান, সানাউল্লাহ সরকার, ইয়াকুব মৃধা, ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ, সাইফুল ইসলাম, দাতা সদস্য ফরিদুল আমিন, শিক্ষক প্রতিনিধি মোঃ কবির হোসেন ও আজিজুর রহমান প্রমুখ। উল্লেখ্য অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদেরও সংবর্ধনা প্রদান করা হয়।
প্রিয় অধ্যক্ষের বিদায় সংবর্ধনা উপলক্ষে মাদরাসা প্রাঙ্গণ সাজানো হয় বর্ণিল সাজে।

অনুষ্ঠানে তার সম্মানে পাঠ করা হয় হৃদয়গ্রাহী মানপত্র। দেওয়া হয় সম্মাননা। সব শেষে প্রিয় অধ্যক্ষকে কর্মস্থল থেকে নিজ বাসায় পৌঁছে দেওয়া হয় সুসজ্জিত ঘোড়ার গাড়িতে।

গাড়িতে ওঠার সময় বিদায়ী অধ্যক্ষকে ফুলের মালা পরিয়ে ও ফুল ছিটিয়ে ভালবাসার বহি:প্রকাশ করে আয়োজকরা। বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক, গভর্ণিং বডির সদস্য এবং সূধীমহলের এমন আয়োজনে আবেগাপ্লুত হয়ে পড়েন অধ্যক্ষ অব্দুল মোত্তালিব।

এ বিষয়ে মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা ইসসাইল হোসেন ভূঁইয়া বলেন, এ মাদরাসা থেকে আমরা একজন সুদক্ষ ও অভিজ্ঞ অধ্যক্ষকে হারালাম। পাশাপাশি আমরা একজন মহান আলেমে দীনের সহচার্য হারালাম। তার অবসরকালীন বিদায়ের স্মৃতি ধরে রাখতে আমাদের এ আয়োজন।

অধ্যক্ষকে বিদায়ের আগে প্রধান অতিথি ও আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ মাদ্রাসা সংলগ্ন একটি স্থানে তালশহর কারিমিয়া ফাজিল মাদ্রাসার মহিলা মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। মরহুম মুন্সী আব্দুল আজিজ ও বেগম আব্দুল আজিজের সৌজন্যে  উক্ত মহিলা মাদ্রাসাটি স্থাপন করা হয়েছে।

শেয়ার করুনঃ