
লক্ষ্মীপুর জেলার মান্যবর পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ পিপিএম -এঁর সার্বিক দিক-নির্দেশনায় রায়পুর থানার অফিসার ইনচার্জ শিপন বড়ুয়ার নেতৃত্বে এসআই (নিঃ)/মাহমুদুল হাসান ইরফান, এসআই (নিঃ)/ মোঃ আবু হানিফ, এসআই (নিঃ)/ ফয়েজ আহমেদ, সঙ্গীয় ফোর্সসহ রায়পুর থানাধীন ৪নং সোনাপুর ইউপির ১নং ওয়ার্ডস্থ বাসাবাড়ি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক সম্রাট মিজান ও মোঃ রাসেল হোসেনদ্বয়কে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
২৪ অক্টোবর ( মঙ্গলবার) বিকেলে আসামীদ্বয়কে গ্রেফতার করা হয়।পরবর্তীতে আসামীদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয় বলে জানান রায়পুর থানার ভারপ্রাপ্ত ওসি শিপন বড়ুয়া। জনস্বার্থে এবং মাদক নিয়ন্ত্রণ করতে এ অভিযান চলমান থাকবে বলে জানান রায়পুর থানার ভারপ্রাপ্ত ওসি শিপন বড়ুয়া।