
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানান নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল মান্নান এর দিকনির্দেশনায় বাইশারী তদন্ত কেন্দ্রের সহকারী ইনচার্জ উপ-পরির্দশক (এএসআই)বিল্লাল হোসেনসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৫ ফেব্রুয়ারী) গভীর রাতে ইউনিয়নের পশ্চিম নারিচবুনিয়া এলাকার নিজ বাড়ীতে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন পুলিশ। সে ওই গ্রামের মৃত্যু আহমেদ হোসেনের ছেলে জসিম উদ্দিন।
বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শুভন কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান,সোমবার তাকে বান্দরবান আদলতে প্রেরণ করা হয়েছে।