
মিরসরাইয়ে হেফজ সমাপ্তকারী ছাত্রদের মাঝে পাগড়ী ও সনদ বিতরন করা হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারি) স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বারইয়ারহাট হিফজুল কুরআন একাডেমীর হেফজ সমাপ্তকারী ৬ জন ছাত্রের মাঝে পাগড়ী ও সনদ বিতরন করা হয়।
বারইয়ারহাট মিফতাহুল কুরআন মহিলা হিফজ মাদ্রাসার পরিচালক মুফতি ক্বারী শরীফুল ইসলামের সঞ্চালনায় এবং বারইয়ারহাট হিফজুল কুরআন একাডেমীর পরিচালক হাফেজ মোহাম্মদ আরিফ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাগলনাইয়া আজিজিয়া মাদ্রাসার মুফতি ও মুহাদ্দিস মাওলানা মুফতি শোয়াইব।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়্যারম্যান ও বারইয়ারহাট হিফজুল কুরআন একাডেমী পরিচালনা পরিষদের সভাপতি এমরানুল হক, ফেনী জেলা কেন্দ্রীয় বড় জামে মসজিদের ইমাম ও ফেনী জেলা হিফজ মাদ্রাসা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল্ল্যাহ। হেফজ সমাপ্তকারী ছাত্ররা হলো হাফেজ রাকিবুল আলম, রায়হান, সারাফাত হোসেন, শিহাব আল সামির, সাজ্জাদ হোসেন ও জাহেদুল ইসলাম। আলোচনা অনুষ্ঠান শেষে হেফজ সমাপ্তকারী ৬ ছাত্রের মাঝে পাগড়ী ও সনদ প্রদান করেন অতিথিবৃন্দ।