
কুড়িগ্রামের ভুরুঙ্গামারিতে রাস্তার পাশে দাড়িয়ে থাকা একটি ট্রাকে ঢাকাগামী নৈশ কোচের ধাক্কায় ওই নৈশকোচের হেলপার নিহত হয়েছেন।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে ভুরুঙ্গামারী উপজেলার আন্ধারীরঝার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হেলপারের নাম আসাদুল (৩০)। তিনি নাগেশ্বরী উপজেলার কচাকাটা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভুরুঙ্গামারী উপজেলার আন্ধারীরঝার এলাকায় একটি ট্রাক রাস্তার পাশে দাড়িয়ে ছিল। অপর দিকে ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি নৈশ কোচ দাড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দিলে বাসের হেলপার ঘটনাস্থলেই নিহত হয়।
ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকাগামী একটি বাস রাস্তার পাশে দাড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দিলে বাসের হেলপার নিহত হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।