
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এর খাশের হাট বাজার সংলগ্ন বেপারী বাড়ির মরহুম হাজী শামসুল হক বেপারীর (চতুর্থ )ছেলে প্রবাসী লিটন বেপারী আমাদের মাঝে আর নেই। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে এলাকাবাসী গভীর শোক প্রকাশ করে শোকতপ্ত পরিবারের আত্মার মাগফিরাত কামনা করছেন।
২৫ ফেব্রুয়ারী (রবিবার) বিকেল ৫:৩০ মিনিটের সময় তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে পরিবার সূত্রে জানা যায়।
তিনি সৌদি আরবে বহু বছর ধরে নিজের ব্যাবসায়ী কাজে প্রবাসে ছিলেন। গত বছর খানেক পূর্বে সৌদি আরবে তার বড় ছেলে সৌরভ বেপারী কে রেখে নিজে ইউরোপ দেশে যাবার স্বপ্ন নিয়ে দেশে আসেন। ইউরোপ দেশে যাবার জন্য তার পাসপোর্টও নতুন করে নবায়ন করেন এরই মধ্যে হঠাৎ করেই ধরা পড়ে তার ব্রেইন টিউমার। তারপর থেকে উন্নত চিকিৎসার জন্য যান ইন্ডিয়া। সেখানে কিছুদিন চিকিৎসার পরে বাংলাদেশে এসে ঢাকা আল মানারাত হসপিটালে চিকিৎসা নেন। অবস্থার অবনতি দেখে হাসপাতালে কয়েকমাস চিকিৎসা নিয়েও পুরোপুরি সুস্থ হতে পারেননি তিনি। কিছুদিন পূর্বে বাড়িতে আনা হয় তাকে । মরহুমের ছোট ছেলে সজল বেপারী(১৫) এই প্রতিবেদককে জানায়, ” আমি সার্বক্ষণিক বাবার সঙ্গেই থাকতাম। গতকাল বিকেলে বাবার পাশেই শোয়া ছিলাম। হঠাৎই দেখি বাবা নিঃশ্বাস নিচ্ছেন না। ততক্ষণাৎ ডাক্তার ডাকা হলে ডাক্তার এসে তাকে মৃত্যু ঘোষণা করেন। আমার বাবাকে আর কোনদিন দেখতে পারবনা বলে কান্নায় ভেঙ্গে পড়েন ছেলে সজল। ইউরোপ দেশে প্রবাসে যাওয়ার স্বপ্ন তার আর পূরণ হয়নি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে মারা যান। গতকাল রাত সাড়ে দশটায় খাশের হাট বাজার জামে মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর রাত ১০:৪০ মিনিটে খাশের হাট দারুণ নাজাত একাডেমির মাঠে তার দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার পিতা হাজী শামসুল হক বেপারীর পাশেই তাকে দাফন করা হয়। মরহুমের জানাজায় সবে বরাতে ইবাদত পালন করতে আসা কয়েকশত মুসুল্লি উপস্থিত ছিলেন। জানাজা শেষে আত্মার মাগফিরাত কামনা করে শোকতপ্ত পরিবারের জন্য দোয়া করেছেন উপস্থিত সবাই।