
শেরপুরের নকলায় হাঁসের খামারে পাতা শিয়াল মারার বৈদ্যুতিক ফাঁদে আটকে মহিদুল ইসলাম (৩৫) নামে এক খামারির মৃত্যু হয়েছে। নিহত মহিদুল ইসলাম খিচা গ্রামের লাল মিয়ার ছেলে। ঘটনাটি ঘটে নকলা উপজেলার ৩নং উরফা ইউনিয়নের খিচা গ্রামে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মহিদুল ইসলাম কৃষি কাজের পাশাপাশি হাঁস পালন করে জীবীকা নির্বাহ করে আসছিলো। সে কয়েক বছর ধরে বানিজ্যিক ভাবে খামারের মাধ্যমে হাঁস পালন করেন। কিন্তু শিয়ালের অত্যাচারে সে অতিষ্ট হয়ে পড়ে। অবশেষে শিয়াল তাড়াতে বা মারতে না বুঝে তার খামারের চারপাশে বৈদ্যুতিক ফাঁদ ব্যবহার করতেন। ২৪ফেব্রুয়ারী শনিবার সন্ধ্যায় খামারে বৈদ্যুতিক ফাঁদ পাততে গিয়ে অসাবধানতা বসতঃ বৈদ্যুতিক ফাঁদে সে নিজেই আটকে গিয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে ওই হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মহিদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। উরফা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম তালুকদার ভূট্টো ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি খুবই দুঃখজনক। মহিদুল ইসলাম ক্ষুদ্র কৃষক। সে কৃষি কাজের পাশাপাশি হাঁস পালন করে জীবীকা নির্বাহ করত। তবে শিয়াল মারতে বৈদ্যুতিক ফাঁদ ব্যবহার করা ঠিক হয়নি বলে তিনি মন্তব্য করেন।
এ বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া জানান, শিয়াল মারার বৈদ্যুতিক ফাঁদের ঘটনা তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।