
পূর্ব ও পশ্চিম রূপসা ইঞ্জিন চালিত নৌকা মাঝি সংঘের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনে ভোট গননায় অনিয়মে পুননির্বাচনের দাবিতে মানববন্ধন কর্মসূচি ২৫ ফেব্রুয়ারী রবিবার সকাল ১১ টায় পূর্ব রূপসা ঘাট এলাকায় অনুষ্ঠিত হয়।ভুক্তভোগী মাঝি সংঘ আয়োজিত এ মানববন্ধনে মাঝি সমিতির নেতৃবৃন্দরা গত ১৭ ফেব্রুয়ারি ভোট গননার অনিয়মের চিত্র তুলে ধরে বক্তৃতা করেন। মানববন্ধনে ফয়সাল মাহমুদের সভাপতিত্বে বক্তৃতা করেন নাজমুল হোসেন,নুর ইসলাম,তৌহিদ ব্যাপারী,মোফা ব্যাপারী, উতার উদ্দিন,শাহিনুর আক্তার টুনটুনি,হান্নান হাওলাদার, আয়ূব আলী ফকির,শামীম ব্যাপারী,জামাল ব্যাপারি, রোকন হাওলাদার,শফিক ব্যাপারী,মনির ব্যাপারী,আলমগীর হোসেন প্রমূখ।