ঢাকা, শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
যৌথবাহিনীর অভিযানে সাতদিনে গ্রেফতার ৩৪১
এসো আমরা ঈদের আনন্দের সাথে নিজেরা নিজেদের অবস্থান তৈরি করি-ব্যারিস্টার মাহবুবুর রহমান সালেহী
কলাপাড়ায় গৃহবধূর রহস্যজনক নিখোঁজের ঘটনায় গ্রেফতার ৭
নওগাঁয় ধানখেতে গলিত লাশ উদ্ধারের ঘটনায় মুলহোতা গ্রেপ্তার
নাইক্ষ্যংছড়ির পাহাড়ি কন্যা পর্যটন লেকে ঈদে ১৬ বছরের রেকর্ড পর্যটকের ঢল
বাঁশখালীতে টানা ৪১ দিন জামাতে নামাজ আদায় করা ১৭ শিশু-কিশোর সাইকেল উপহার
আত্রাইয়ে ঈদের চতুর্থ দিনেও সাহাগোলা রেলওয়ে স্টেশনজুড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়
ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গ্রেফতার
কলমাকান্দায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার পলাতক অলি আহমেদ
নেত্রকোণা সরকারী কলেজের ঈদ পুনর্মিলনী
ভারতীয় মিডিয়া গুজবে চ্যাম্পিয়ন:স্বরাষ্ট্র উপদেষ্টা
জিয়ার শ্রদ্ধা স্মারক সরিয়ে ফেলার অপকর্মে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনুন:জাসাস
কালিগঞ্জে প্রত্যয় গ্রুপের ১৩ তম বর্ষপূর্তি ও ঈদ পুনমিলনী 
পরকীয়া জেরে যুবকের আত্মহত্যা
আমতলীতে তরমুজ পরিবহনে চাঁদাবাজিকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, আহত- ৬

পরিকল্পনা মন্ত্রীর নির্দেশে নান্দাইলে যানজট নিরসনে উচ্ছেদ হচ্ছে অবৈধ স্থাপনা

মাননীয় পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব মেজর জেনারেল অব: আব্দুস সালাম আরসিডিএস পিএসসি এমপি’র নির্দেশে দীর্ঘদিনের যানজট নিরসনে ময়মনসিংহের নান্দাইলে উচ্ছেদ করা হচ্ছে রাস্তার দুপাশে থাকা অবৈধ স্থাপনা। ইতিমধ্যে গত শনিবার ময়মনসিংহ কিশোরগঞ্জ
মহাসড়কের নান্দাইল উপজেলার কানারামপুর নামক স্থানে সড়ক ও জনপথের সরকারি জায়গায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এতে সরকারের ৯০ শতক সম্পত্তি উদ্ধার করা হয়।এছাড়া উপজেলার গুরুত্বপূর্ণ স্থান নান্দাইল চৌরাস্তায় দীর্ঘদিনের যানজট নিরসনে সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ প্রদান করা হয়। উক্ত স্থানে বিভিন্ন অবৈধ স্থাপনা নির্মাণ সহ বাজার বসিয়ে স্থানীয় লোকজন সুবিধা ভোগ করে আসছিল।ফলে যানজট সৃষ্টির কারনে ভোগান্তির স্বীকার হতো যানবাহন চালক ও যাত্রী সাধারণ। অবশেষে মাননীয় পরিকল্পনা মন্ত্রীর নির্দেশনায় নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মজিদ ও নান্দাইল হাইওয়ে
থানার অফিসার ইনচার্জ সিংহাংসু বিকাশ সরকার সরজমিন পরিদর্শন করে অবৈধ দখলদারগণকে তাদের স্থাপনা উঠিতে নিতে কয়েকদিনের সময় প্রদান করেন। উক্ত বিষয়ে চন্ডিপাশা ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন ভূইয়া নান্দাইল চৌরাস্তা বাজার সড়কের দুপাশে অবস্থিত অবৈধ স্থাপনা নির্দিষ্ট সময়ের মধ্যে দ্রুত সরিয়ে দেওয়ার জন্য দখলদারকে অবহিত করলে দখলদারগণ তাদের স্থাপনা নিজ দায়িত্বে সরিয়ে নিচ্ছেন। সরজমিন পরিদর্শনে দেখাগেছে,চৌরাস্তার কেন্দুয়া মোড়ে রাস্তার দুপাশে ও কিশোরগঞ্জ-নান্দাইল মোড়ে রাস্তা ঘেষে থাকা অবৈধ স্থাপনাগুলো(দোকানপাট) অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে। ফলে নান্দাইল চৌরাস্তা এলাকায় যানজট হ্রাস পেতে শুরু করেছে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যাক্তি বলেন, বিভিন্ন সময়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলেও পরবর্তীতে কিছুদিন অতিবাহিত হলেই পুনরায় তা দখল হয়ে যায়। এ বিষয়ে যানবাহন চালক ও যাত্রী সাধারণগণ সহ এলাকার সুশীল সমাজের ব্যক্তিবর্গ মাননীয় পরিকল্পনা মন্ত্রীকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতে যাতে সরকারি জায়গা দখল না করতে পারে সেদিকে লক্ষ্য রাখার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন। ইউপি চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন ভূইয়া নান্দাইল চৌরাস্তা গোল চত্বরে সাবেক এমপি তুহিনের সংসদীয় ক্ষমতায় থাকাকালীন স্থাপিত টয়লেট-বাথরুমের তীব্র নিন্দা জ্ঞাপন করেন। পাশাপাশি ওই স্থানে একটি দৃষ্টি নন্দন টাওয়ার তৈরীর জন্য মাননীয় পরিকল্পনা মন্ত্রী
মহোদয়ের সদয় দৃষ্টি কামনা করে তিনি বলেন,সিএনজি ইজিবাইক সহ বিভিন্ন যানবাহন রাস্তার উপর যত্রযত্র দাড়িয়ে থাকার কারনে যানজটের সৃষ্টি হতো ফলে ভোগান্তির শিকার হতে হয় যাত্রী সাধারণকে। মন্ত্রী মহোদয়ের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়া হচ্ছে। আশা করছি নান্দাইল চৌরাস্তা যানজটের সৃষ্টি হবে না।

শেয়ার করুনঃ