
পঞ্চগড়ে’র বোদা থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে নিষিদ্ধ মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৩- ফেব্রুয়ারি) ২০২৪ খ্রিঃ বোদা থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে। জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, পঞ্চগড় জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এস এম সিরাজুল হুদা পিপিএম, সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) জনাব রুনা লায়লা মহোদয়গনের দিক-নির্দেশনায় বোদা থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে বোদা থানার এসআই মোঃ বদিউজ্জামান, এএসআই সাজদুর রহমান ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে।
রাত আনুমানিক ১১.৩৫ মিনিটে বোদা থানাধীন ০৬ নং মাড়েয়া বামনহাট ইউপির মাড়েয়া বাজারস্থ জনৈক মোঃ আব্দুল মতিনের পান-সুপারির দোকানের সামনে মাড়েয়া হতে আউলিয়ার ঘাট গামী পাকা রাস্তার উপর নেশা জাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্ডাডল ট্যাবলেট বিক্রয়ের সময় আসামি ১। মোঃ আব্দুল খালেক হীরা (৩৬), পিতা- মৃত কোরবান আলী, ২। মো: আরিফ(৩০), পিতামৃত কাজল উভয়ের সাং-বিশ্বনাথপুর ডাকঘর শেখপুরা, থানা-কোতয়ালী, জেলা-দিনাজপুর তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় বিভিন্ন কৌশলে সাথে রাখা সর্বমোট ২,৪০০ পিচ টাপেন্টাডল ট্যাবলেট, সর্বমোট ওজন ০১ কেজি ১০ গ্রাম, সর্বমোট মূল্য ৪,৮০,০০০/- (চার লক্ষ আশি হাজার) টাকা, এছাড়া তাদের ব্যবহৃত মুঠোফোন ও টিয়া রংয়ের রেজিঃ বিহীন একটি TVS Strykel 125 সিসি মোটরসাইকেল, যার মূল্য অনুমানিক ১,২৫,০০০ (এক লক্ষ পচিশ হাজার) টাকা ও একটি মোটর সাইকেলের চাবির গোছাসহ উদ্ধার পূর্বক জব্দ তালিকা মোতাবেক জব্দ করা হয়েছে। এসআই মোঃ বদিউজ্জামান এর আনীত অভিযোগের প্রেক্ষিতে আসামীদ্বয়ের বিরুদ্ধে বোদা থানার মামলা নং ১৭, তারিখ ২৩/০২/২০২৪, ধারা -২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৯(খ)/৪১ রুজু করা হয়। আসামীদ্বয়কে যথা সময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে বোদা থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। বোদা থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানের ভূয়সী প্রশংসা করেছেন স্থানীয় সাধারণ মানুষ।