কুড়িগ্রাম যোগদানকৃত ৮ জন শিক্ষানবিশ এসআই কে ফুলেল শুভেচ্ছা।
বৃহস্পতিবার ( ২৬ অক্টোবর ) পুলিশ একাডেমি সারদায় দীর্ঘ ১ বছরের মৌলিক প্রশিক্ষণ শেষে কুড়িগ্রাম জেলা পুলিশে ৮ জন ক্যাডেট এসআই যোগদান করেন। যোগদান সময়ে ৮ জন শিক্ষানবিশ এসআই দের জেলা পুলিশের পক্ষথেকে ফুলেল শুভেচ্ছা জানান কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সাজ্জাদ হোসেন, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ.কে.এম. ওহিদুন্নবী।
যোগদাকৃত শিক্ষানবিশ এসআই বৃন্দ হলেন, মো. আশিকুল আলম নয়ন, মো. মেহেদী হাসান, মো. জানে আলম খাঁন, আল-হাসীব আরমান, মো. আরিফুল হাসান, হুমায়ুন কবীর, আহসান হাবিব আকাশ ও মো. আব্দুল্লাহ-আল-হাসান।
পুলিশ সুপার সদ্য যোগদানকৃত শিক্ষানবিশ এসআই দের সকলকে অভিনন্দন জানন এবং সদাশয় সরকারে উন্নয়নের অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করতে ও স্মার্ট বাংলাদেশের স্মার্ট পুলিশ হিসেবে নিজেকে তৈরী করে সম্মানিত নাগরিকদের পুলিশি সেবা নিশ্চিত করার প্রেরণা ও প্রেষণা প্রদান করেন।
ডিআই/এসকে