
কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের সার্বিক সহযোগিতায় উপকূলীয় এলাকা থেকে পরিচালিত বন্দর নিউজের প্রতিনিধি সভা ও পিকনিক ঝমকালো আয়োজনের মধ্যে দিয়ে বান্দরবানের লামায় অনুষ্ঠিত হয়েছে।
বন্দর নিউজের সম্পাদক, কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও মহেশখালী অনলাইন প্রেসক্লাবের সভাপতি হোবাইব সজীবের সভাপতিত্বে ও মহেশখালী অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিকের সঞ্চালনায় শনিবার (২৪ ফেব্রুয়ারী) বিকালে ৪টার সময় বান্দরবানের লামা উপজেলার পৌরসভা কার্যালয়ে তংথমাং রিসোর্টের হল রুমে এ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
সব নাগরিকের মান সম্মান রক্ষা করা সাংবাদিকের দায়িত্ব উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে লামা পৌরসভার মেয়র জহিরুল ইসলাম বলেন,সাংবাদিকরা হলেন জাতির বিবেক ও সমাজের আয়না।তারা বস্তুনিষ্ঠ লেখনির মাধ্যমে দেশ ও জাতীর কল্যাণে কাজ করেন।আর বন্দর নিউজের প্রতিনিধি সভা ও মিলনমেলা মেলার মাধ্যমে লামা-চকরিয়া-মহেশখালীতে কর্মরত সাংবাদিকদের একই ছাতার নিচে দেখে তিনি সন্তুষ্ট প্রকাশ করেন,এবং লামা পৌরসভার উন্নয়নের সার্বিক চিত্র তুলে ধরেন পৌর মেয়র।
অনুষ্ঠানের সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন চকরিয়া প্রেসক্লাবের সভাপতি দৈনিক প্রতিদিনের বাংলাদেশ ও দৈনিক পূর্বকোণ প্রতিনিধি জাহেদ চৌধুরী।তিনি নিজেও সাংবাদিক হয়েও সাংবাদিকদের উদ্দেশ্য বলেন,অপ-সাংবাদিকতা রুখতে এই বন্দর নিউজ অগ্রণী ভূমিকা রাখবে।তিনি বন্দর নিউজের সম্পাদক যারা মূলত লিখে সবাইকে একত্রিত করার যে প্রয়াস প্রতিভা সেটি সাংবাদিক মহলে মাইলফলক হয়ে থাকবে বলে তিনি আশা প্রকাশ করে দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন।
অনন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের সভাপতি দৈনিক বায়ান্নর কক্সবাজার প্রতিনিধি স.ম ইকবাল বাহার চৌধুরী, মহেশখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক আমাদের সময় ও আজাদী প্রতিনিধি বর্ষিয়ান সাংবাদিক ফরিদুল আলম দেওয়ান,দৈনিক সমকাল প্রতিনিধি কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের নিবার্হী সদস্য মোহাম্মদ সাহাব উদ্দিন, মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমার সংবাদ প্রতিনিধি মৌলভী ইউনুচ ও সাধারণ সম্পাদক ইনানী প্রতিনিধি আ.ন.ম হাসান,দৈনিক গণসংযোগ প্রতিনিধি আবু তাহের গাজী।
বান্দরবানের লামা প্রেসক্লাবের সহ-সভাপতি দৈনিক কালের কন্ঠ প্রতিনিধি তানফিজুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন, কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের সদস্য শাহাদাত আলী জিন্নাহ,এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি মহেশখালী অনলাইন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম সাইফ,দৈনিক কক্সবাজারের প্রতিনিধি আল জাবের,লামা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, দৈনিক কালবেলা লামা প্রতিনিধি বিপ্লাব দাস,যায়যায় দিন লামা প্রতিনিধি মোহাম্মদ হাসান, দৈনিক সমাচার লামা প্রতিনিধি শাহনেওয়াজ,কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের সদস্য সিবিএন ও বন্দর নিউজের প্রতিনিধি কপিল বিন আমির, বন্দর নিউজের মফস্বল সম্পাদক নুরুল কাদের,বন্দর নিউজের উপদেষ্টা সদস্য মোহাম্মদ সেলিম, মহেশখালী অনলাইন প্রেসক্লাবের সদস্য আলোকিত সকালের প্রতিনিধি ইমরান নাজির,দৈনিক কক্সবাজার বার্তা ও বন্দর নিউজের প্রতিনিধি ইয়াছিন আরাফাত অনিক,বন্দর নিউজের স্টাফ রিপোর্টার আকতার মিয়া ও আলফাজ মামুন নুরী,সাংবাদিক আব্দুল্লাহ’সহ প্রমূখ।
উল্লেখ্য,প্রতিনিধি সভায় ৪ জনকে বন্দর নিউজে সফলতার সহিত কাজ করায় সর্বোচ্চ সংবাদ সংগ্রহ ও প্রকাশে অবদানে বর্ষসেরা রিপোর্টার -২০২৩ মনোনীত হয়ে অতিথিদের কাছ থেকে সম্মাননা ক্রেষ্ট গ্রহণ করেছে বন্দর নিউজের স্টাফ রিপোর্টার ইয়াছিন আরাফাত অনিক, হোসাইন মোহাম্মদ আকতার মিয়া,আলফাজ মামুন নুরী ও এম.এ কে রানা।