নিজস্ব প্রতিবেদক,ঢাকা
লক্ষ্মীপুর থেকে রাজধানীর মগবাজারে ছেলেকে চিকিৎসা করাতে এসে রহস্যজনক মৃত্যু হয়েছ সৌদি প্রবাসী মনির হোসেন এবং স্ত্রী ও সন্তানের।
রবিবার (২৯ জুন) সকালে হোটেল সুইট স্লিপে অসুস্থ হয়ে পড়েন তারা। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) জালাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
নিহতরা হলেন- লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের দেহলা গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী মনির হোসেন, তাঁর স্ত্রী স্বপ্না আক্তার এবং তাঁদের ছেলে নাঈম হোসেন।
রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘পরিবারটি গতকাল শনিবার লক্ষ্মীপুর থেকে ঢাকায় আসে ছেলেকে চিকিৎসা করাতে। তারা মগবাজারের হোটেল সুইট স্লিপে ওঠেন। পরে সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হোটেলের স্টাফরা তাঁদের আদ্-দ্বীন হাসপাতালে নিয়ে যান। সেখানেই তিনজনের মৃত্যু হয়।’
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খাদ্যে বিষক্রিয়ার কারণেই এই মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
নিহতদের মরদেহ আদ্-দ্বীন হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলে জানান তিনি।
ডিআই/এসকে