
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুর ইউনিয়নের লালপুর সূর্য কুমার দাস উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার(২৪ ফেব্রুয়ারী) বিকেলে লালপুর সূর্য কুমার দাশ চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে স্কুল পরিচালনা কমিটি কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণী
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মঈন উদ্দিন মঈন।উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাঈনুল আহসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাক,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওকত আকবর খান বিদ্যালয় প্রতিষ্ঠাতার সুযোগ্য সন্তান বাবু সুহাস দাস চৌধুরী । উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়র প্রধান শিক্ষক কামাল উদ্দিন।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান কবির, চরচারতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জিয়াউদ্দিন খন্দকার,বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য বাকের আহমেদ খান সহ প্রমুখ ব্যক্তিবর্গ।আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগীতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে ছাত্র ছাত্রী,অভিভাবকগন,উপজেলার বিভিন্ন ইউনিয়নের লোকজন,উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ,সুশীল সমাজের লোকজন ছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনায় ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির ১ নম্বর সদস্য ও আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক।