
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী শাহ নুরুদ্দীন দাখিল মাদ্রাসায় কারিগরি শিক্ষার মাধ্যমে কর্ম সংস্থানের সুযোগ সম্প্রাসারন এবং জনসচেতনতা বৃদ্বির লক্ষে ব্যতিক্রমি এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ শে ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার সময় মাদ্রাসার হলরুমে সুপারেন্টেন্ড মাওলানা নুরুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর( ঢাকা)এর উপ পরিচালক (ইকুইটি) আমিনুল ইসলাম বলেন, স্মাট বাংলাদেশ গঠনে কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করতে কারিগরী শিক্ষার কোন বিকল্প নাই। পাশা পাশি যারা এ পর্যন্ত কারিগরী শিক্ষায় শিক্ষিত হয়েছ তারা কোাথাও বেকার নাই। তাই অভিভাবক দের কারগিরি শিক্ষায় ভর্তি হয়ে দেশ ও দশের কাজ করার জন্য অভিভাবকদের পরামর্শ প্রদান করেন।
সহকারী শিক্ষক হাফিজুর রহমানের পরিচালনায় পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রশাসন (১)প্রজেক্ট অফিসার আজাদ মিয়া, সহকারী পরিচালক (সেসিপ) প্রোগ্রাম মোঃ মামুন মিয়া, নাইক্ষ্যংছড়ি একাডেমীক সুপার ভাইজার মোঃ সোহেল মিয়া, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের আহবায়ক আবদুল হামিদ, সদস্য আবদুর রশিদ মোঃ ইউনুছ, নুরুল কবির প্রমুখ।এসময় মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক সহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।