
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ৩ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
আজ শুক্রবার সকালে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী তিনজন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে প্রার্থীদের মধ্যে মোঃ শফিকুল আলম এমএসসি পেয়েছেন আনারস প্রতীক মোঃ হেলাল উদ্দিন পেয়েছেন চশমা প্রতীক, ও মোঃ বিল্লাল মিয়া পেয়েছেন ঘোড়া প্রতীক।
২০২২ সালের অক্টোবরে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে জয়লাভ করেন আল মামুন সরকার। এক বছর পূর্ণ হওয়ার মাত্র কয়েকদিন আগে ২০২৩ সালের ২ অক্টোবর মারা যান আল মামুন সরকার। তার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ চেয়ারম্যান পদটি শুন্য হয়ে পড়ে। আগামী ৯ মার্চ জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।