
লক্ষ্মীপুরে স্কুলছাত্রী স্মৃতি রানী সীমাকে (১৩) গণধর্ষণ ও হত্যার ঘটনায় মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। তার নাম মো.সাদ্দাম হোসেন রহিম।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করেছে র্যাব-৩।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক ( সিও) লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ। তিনি জানান,লক্ষ্মীপুরে স্কুলছাত্রী স্মৃতি রানী সীমাকে গণধর্ষণ ও হত্যার ঘটনার অন্যতম আসামি রহিম। তাকে আদালত মৃত্যুদণ্ড দেন। কিন্তু তিনি সাজা ঘোষণার পর থেকে দীর্ঘ ১০ বছর ধরে পলাতক ছিলেন। রহিম আন্ত:জেলা ডাকাত দলের সদস্য।
এ বিষয়ে আগামীকাল সকাল ১১টায় র্যাব-৩ এর টিকাটুলির কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
ডিআই/এসকে