
কুড়িগ্রামে ১৬ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি লতিফকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ( ২৬ অক্টোবর ) বিকসলে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া মো. রুহুল আমীন।
তিনি জানান বৃহস্পতিবার ( ২৬ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানাধীন ৬নং কাশিপুর ইউনিয়নের ধর্মপুর এলাকার মাদক কারবারি মো. আব্দুল লতিফ (৪০) এর বসত বাড়ির দক্ষিণ ভিটার বাথরুমের সামনে পানি নিষ্কাশন প্লাস্টিকের পাইপের ভিতর হতে অভিনব কায়দায় বাধা অবস্থায় ১৬ বোতল বিদেশি মদ হাতেনাতে গ্রেফতার করে ফুলবাড়ী থানার একটি চৌকস টিম।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি মামলা রুজু করা হয়েছে। এর সাথে আরো কেউ জড়িত থাকলে তাদের আইনের আওতায় আনতে জেলা পুলিশের অভিযান চালমান রয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।
এভাবেই কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে মাদক নির্মূলে ও সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।
ডিআই/এসকে