
“সুন্দরগঞ্জ সাহিত্য সংসদ”এর একটি ত্রৈমাসিক প্রকাশনা “জাগো বাহে” পত্রিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ (শনিবার)২৪ ফেব্রুয়ারি, দুপুর ১২ টায় সুন্দরগঞ্জ উপজেলার সবুজ শিক্ষালয় ও গ্রীন রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজে “সুন্দরগঞ্জ সাহিত্য সংসদ”এর “ভাষা সংখ্যা জাগো বাহে”র মোড়ক উন্মোচন করা হয়। উক্ত অনুষ্ঠানে বক্তৃতা রাখেন, সুন্দরগঞ্জ সাহিত্য সংসদের আহ্বায়ক, উপাধ্যক্ষ ও লেখিকা নাসরীন সুলতানা রেখা, সবুজ শিক্ষালয় ও গ্রীন রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের পরিচালক ও সুন্দরগঞ্জ সাহিত্য সংসদের যুগ্ম আহ্বায়ক একরামুল হক, নিউ বেস্ট ইলেকট্রেনিকস ও মিনিস্টার প্লাজার পরিচালক ও সংগঠক ইঞ্জিনিয়ার রুবেল মিয়া, সুন্দরগঞ্জ সাহিত্য সংসদের সদস্য ও সাংবাদিক সুদীপ্ত শামীম প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন ‘হিউম্যান সার্ভিস সুন্দরগঞ্জ-HSS’ এর প্রতিষ্ঠাতা ও সংগঠক জিএন নূর, সাংবাদিক আসাদুল ইসলাম, সংগঠক আমিনুল ইসলাম, সংগঠক দেলোয়ার হোসেন, সংগঠক অনিল সরকার, সংগঠক অর্ক, মুয়াজসহ প্রায় দুই শতাধিক স্কুল পড়ুয়া শিক্ষার্থী ও বিভিন্ন কিন্ডার স্কুলের শিক্ষক, শিক্ষিকাবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে স্বরচিত ছড়া/কবিতা পাঠ করেন সুন্দরগঞ্জ সাহিত্য সংসদের সদস্য সচিব সরকার হোজায়ফা হাবিব, সংগঠক ও লেখক আমিন মোহ, লেখক ফাইয়াজ ইসলাম ফাহিম, লাওহি মাহফুজ নয়ন, মীম ইসলাম, তাওহি প্রমুখ। উক্ত মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি সুন্দরগঞ্জ সাহিত্য সংসদ এর যুগ্ম আহ্বায়ক ও ছড়াকার কুশল রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।