উলিপুরে সরকারী জায়গা ও স্থাপনা দখল করে ঘর নির্মান এই শিরোনামে বিভিন্ন পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত হলে দোকান ঘর সরিয়ে নিতে নোটিশ দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি)।
জানা গেছে, কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধামশ্রেনী ইউনিয়নের চৌমহনী বাজারের সরকারী জায়গায় সরকারি স্থাপনা অবৈধভাবে দখল করে দোকান ঘর তুলে জনর্দুভোগ সৃষ্টি করিয়াছেন মর্মে আগামী সাত দিনের মধ্যে অবৈধ অবকাঠামো সরিয়ে নেওয়ার জন্য নোটিশ অবৈধ দখলদার শফিকুল ইসলাম নামে জারি করেছেন।
১৯ ফেব্রুয়ারী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) কাজী মাহমুদুর রহমানের স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করেন উপজেলার কাশিয়াগাড়ী মৌজার চৌমহনী বাজারে অবৈধ স্থাপনা তৈরী করে সরকারী খাস খতিয়ানভুক্ত জমি অবৈধভাবে দখলের মাধ্যমে জনর্দুভোগ সৃষ্টি করিয়াছেন । এমতাবস্থায় আগামী সাত দিনের মধ্যে আপনার অবৈধ অবকাঠামো সরিয়ে নেওয়ার জন্য বলা হলো। অন্যথায় সরকার এবং স্থানীয় ভূমি এবং ভবন ( দখল উদ্ধার) অধ্যাদেশ, ১৯৭০ বিধান মতে উচ্ছেদ কার্যক্রম গ্রহন করা হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাজার সৃষ্টিলগ্ন হতে বাজার প্রতিষ্ঠাতাগন এবং ২০০৮ সালে সরকারি প্রকল্পের অর্থায়নে চৌমোড় সংলগ্নে পথচারী, বাজারে আসা মানুষের বসার জন্য এবং বিভিন্ন জাতীয় দিবসের আলোচনাসহ বাজার বিষয়ক আলোচনা সালিশ বৈঠক করার জন্য সাবেক এমপি ইট দিয়ে বাঁধাই করে দেন মুক্তমঞ্চটি। অবৈধদখলদার শফিকুল ইসলাম রাতের আধারে সরকারী জায়গায় সরকারী স্থাপনার উপর একটি দোকান ঘর তোলেন। এতে বিভিন্ন জাতীয় দিবসের আলোচনা সভা, সালিশ বৈঠক এবং পথচারী মানুষের বসার জায়গা না থাকায় স্থানীয়দের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়।
এ বিষয়ে উলিপুর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) কাজী মাহমুদুর রহমান বলেন, নিদিষ্ট সময়ের মধ্যে অপসারণ করা না হলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।