
খাস নক্স বন্দী মুজাদ্দেদী তরিকার উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নওগাঁতে খাস নক্স বন্দী মুজাদ্দেদী তরিকার উদ্যোগে মাসিক মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নওগাঁর শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আজ শুক্রারবার ২৩ ফেব্রুয়ারী ২০২৪ মাগরিব নামাজের থেকে ১২টা পর্যন্ত এক মহতি জলসার আয়োজন করা হয়েছে৷ সভাপতিত্ব করেন মুফতি আল্লামা হযরত মাওলানা মোহাম্মদ নাজিম উদ্দীন প্রভাষক নওগাঁ উল্লাসপুড় ফাজিল মাদ্রাসা।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পিরে কামেল হজরত মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম লালমনিরহাট বিশেষ বক্তা হিসেবে উপস্থিত হযরত মাওলানা মোহাম্মদ আবু ইউছুফ আলী সারশিনা মাদ্রাসা বরিশাল। উক্ত ওয়াজ মাহফিলে মহানবী হজরত মুহাম্মদ (সাঃ)জীবন আকিদা সম্পর্কে আলোচনা,দরুদ, সালাম মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়৷ উপস্থিতি ছিলেন বিভিন্ন জেলা থেকে আগত খাস মোজাদ্দেদিয়া তরিকার ভক্ত ও মুসল্লী বৃন্দ৷