
কালকিনি(মাদারীপুর) উপজেলা সংবাদদাতাঃ
মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর বাজার সংলগ্ন
ভাঙ্গারির মালামাল ক্রয় বিক্রয় কারী একটি ব্যবসা প্রতিষ্ঠানে
দূর্বৃত্তকারী কর্তৃক অগ্নীসংযোগের ঘটনার রহস্য উদঘাটন না হওয়ায় চরম আতঙ্কে দিনাতিপাত করছে ভূক্তভোগী ব্যবসায়ী শাহ জাহান হাওলাদার ও তার পরিবারের লোকজনেরা।
গত ১৩অক্টোবর রাত ১টায় কে বা কারা অগ্নীসংযোগ করলে ব্যবসা প্রতিষ্ঠানের টিনসেড ঘর ও ঘরের মালামাল পুড়ে প্রায় ৫লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়। এব্যাপারে ভূক্তভোগী ব্যবসায়ী কালকিনি থানায় একটি অভিযোগ দাখিল করে। কিন্তু ঘটনার পর সপ্তাহ পেরিয়ে গেলেও পুলিশ অগ্নীসংযোগের রহস্য উদঘাটন তেমন কোন জোড়ালো পদক্ষেপ নিচ্ছেনা বলে অভিযোগ উঠেছে। তবে এঘটনার রহস্য উদ্ঘাটন না হওয়ায় ফের অগ্নীসংযোগ সহ শত্রু কর্তৃক আরো বড় ধরনের ক্ষতি সাধন হওয়ার আশঙ্কায় আতঙ্কে রয়েছে ভূক্তভোগী পরিবার।
গ্রামবাসী সাইফুল ইসলাম, শাহীন সরদার, মোসারফ হাওলাদার সহ ১০/১২জন জানায় ‘ঐ দোকানে কেউ আগুন না লাগালে কখনোই আগুন লাগার কথা নয়। তাই বিষয়টি তদন্ত করলেই মূল ঘটনা বেরিয়ে আসবে বলে মনি করি।’
ভূক্তভোগী ব্যবসায়ী শাহ জাহান হাওলাদার বলেন ‘ আমার ব্যবসা
প্রতিষ্ঠানে শত্রæতাবশত আগুন লাগানো হয়েছে। আর এর সাথে
যারা জড়িত আমি তাদের বিচার দাবী করি।’এব্যাপারে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা কালকিনি থানার এস আই মাহমুদ হাসান বলেন ‘ অন্য কাজের জন্য এই অভিযোগের তদন্ত একটু বিলম্ব হলেও আমরা এ ঘটনার রহস্য উদঘাটন সোচ্চার আছি। আশাকরি বিষয়টির রহস্য উদঘাটন হবে।’