
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বরগুনার বেতাগীতে,বিভিন্ন.বেসরকারি সংস্থা দিশা বাংলাদেশ, ‘কোডেক ‘ ও ‘স্বপ্নের আলো সঞ্চয় ঋণদান ও সমবায় সমিতি লিমিটেড’ জাতীয় পতাকা বিকৃতিভাবে টাঙানো ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হয়েছে।
জাতীয় পতাকা অবমাননাকারি সংস্থারগুলোর বিরুদ্ধে প্রশাসনের প্রতি আইনি পদক্ষেপের দাবি জানিয়ে ইতোমধ্যে একাধিক ব্যক্তি ফেইসবুকে পোস্ট দিয়েছে। যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে জানান উপজেলা প্রশাসন।
জানা গেছে, গতকাল বুধবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সারা দেশের ন্যায় বরগুনা জেলার বেতাগীতে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানসমূহে জাতীয় পতাকা অর্ধ নমিত উত্তোলন করেন।
বেতাগী পৌর শহরের সরকারি কলেজে সামনে বেসরকারি সংস্থা দিশা বাংলাদেশ এবং পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডে ‘কোডেক ‘ কার্যালয়ে জাতীয় পতাকা জানালার সাথে টাঙানো নিয়ে এলাকায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হয়েছে।
বেতাগী প্রেসক্লাবের সাবেক সভাপতি খাইরুল ইসলাম বিশ্বাস বলেন,’রাষ্ট্রীয় বিশেষ দিবসগুলোতে যথাযথ নিয়মানুসারে জাতীয় পতাকা টাঙানো দরকার। নিয়ম অমান্য অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।‘কোডেক’ সংস্থার ব্যাবস্থাপক মজিবুর রহমান বলেন,’ একুশে ফেব্রুয়ারির দিন ছুটিতে ছিলাম। জাতীয় পতাকা টাঙানো অফিসের একজনের দায়িত্ব দেওয়া হয়েছিল। অনাকাংখিত ঘটনার জন্য দু:খ প্রকাশ করছি।’
পতাকা বিকৃতভাবে টাঙানো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে থেকে দেখা গেছে পতাকা বিকৃতভাবে টাঙানো বিষয় দিশা বাংলাদেশের ব্যাবস্থাপক আবু বক্কর সিদ্দিক বলেন,’ ছুটিতে বাড়ি চলে এসেছি, যাকে পতাকা টাঙানোর দায়িত্ব দিয়েছি তিনি সঠিকভাবে দায়িত্ব পালন করেনি।’
এবিষয় বেতাগী এনজিও ফোরামের সমন্বয়ক রফিকুল ইসলাম বলেন,’ জাতীয় পতাকা বিকৃতভাবে টাঙানো বিষয়টি বিভিন্ন ফেইসবুক মাধ্যমে দেখেছি। আইনি পদক্ষেপ নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হবে।’
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বিপুল সিকদার বলেন,’ ১৯৭২ সালে প্রণীত (২০১০ সালে সংশোধিত) ‘জাতীয় পতাকা বিধিমালা’য় জাতীয় পতাকা যথাযথভাবে ব্যবহারের বিষয়ে নির্দেশনা রয়েছে। এ নির্দেশনা মেনে চলা প্রতিটি নাগরিকের অবশ্য কর্তব্য। ‘উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা এনজিও ফোরামের সভাপতি ফারুক আহমেদ বলেন,’ জাতীয় পতাকা অবমাননা করা ঠিক হয়নি। যারা পতাকা অবমাননা করেছে, তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে প্রথমে নোটিশের মাধ্যমে জবাব দিতে বলা হবে। উপযুক্ত জবাব না মিললে ঘটনা তদন্ত করে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে।’