
কুড়িগ্রামে জুয়া খেলা অবস্থায় ৫ জুয়ারীকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া মো. রুহুল আমীন।
গত শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাতে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী এলাকা থেকে তাদের জুয়া খেলা অবস্থায় হাতেনাতে গ্রেফতার করা হয়।
তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানাধীন রায়গঞ্জ ইউনিয়নের পূর্ব রায়গঞ্জ গ্রাম থেকে একই গ্রামের মো. ইউসুফ আলী (৩৬), মো. মিলন মিয়া (২৮), মো. হাবিল মিয়া (৩৮),হাতিয়ার ভিটা গ্রামের মো. নবীবুর রহমান ওরফে সাদ্দাম (২৬),ভূরুঙ্গামারী থানাধীন খামার আন্ধারীঝাড় গ্রামের মো. আব্দুল আউয়াল (৩০) নামে ৫ জনকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম এবং নগদ অর্থ উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, কুড়িগ্রামে আমরা প্রায় প্রত্যন্ত অঞ্চলে জুয়ারুদের গ্রেফতার করছি। নানাভাবে মানুষকে সচেতন করছি। কুড়িগ্রাম জেলায় জুয়া নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।
কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে জুয়া নির্মূলে ও নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা।
ডিআই/এসকে